আমাদের কথা খুঁজে নিন

   

টিফিন খেয়ে দেড়শ’ ছাত্রী অসুস্থ

এরমধ্যে ৭২ জনকে গোপালগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়া আরো ২৫ শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নেয়।    
এ ঘটনার পর স্কুলে ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, টিফিন সরবরাহকারী প্রতিষ্ঠান ভাই ভাই বেকারির তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক কাজী আব্দুর রশিদ, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা হাসাপাতাল ও বীণাপাণি স্কুলে গিয়ে শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন।
অসুস্থ ৯ম শ্রেণির ছাত্রী আছিয়া আক্তার পলি, ৬ষ্ঠ শ্রেণির আয়েশা জানায়, স্কুলের প্রভাতি শাখার সকল ক্লাসে সকাল ১০টার দিকে টিফিনে দুর্গন্ধযুক্ত কেক ও বিস্কুট দেয়া হয়।
কেউ কেউ দুর্গন্ধযুক্ত এসব কেক খায় এবং কেউ কেউ ফেলে দেয়।
খাওয়ার কিছু সময় পর পেট ও বুক জ্বালাপোড়া, বমি ও হাতপায়ে খিঁচুনি শুরু হয়।
বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. ইমরান আলী বলেন, পুলিশ, স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্টের সদস্যরা অসুস্থ  শিক্ষার্থীদের অ্যাস্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনে করে হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যায়।


বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস বলেন, কেক তৈরিতে ‘পচা ডিম’ ব্যবহার করায় এতে ‘হাইড্রজেন সালফাইড’ সৃষ্টি হয়।
এ কারণে কেক খেয়ে ছাত্রীরা পেটের পীড়ায় আক্রান্ত হয়।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. মো. আছাদ উজ্জামান ১৫০ জন অসুস্থ হওয়ার কথা স্বীকার করে বলেন, কেক খাওয়ার পর পেটে বিষক্রিয়া শুরু হয় বলে ধারণা করা হচ্ছে।
অসুস্থদের কারো অবস্থা আশংকাজনক নয়।   চিকিৎসায় তারা সুস্থ হয়ে উঠছে।

অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।