আমার লেখায় আমি
আজকে কেমনে জানি আমার শততম পোস্ট হইতে যাইতাসে...ইচ্ছা করতাসে লেপটপটারে মাথার উপরে ধইরা নারাই...ব্যাটসম্যানরা যেমনে সেঞ্চুরি করলে ব্যাট উচা করে অমনে...তারপর কেউ কেউ যেমনে মাটিতে চুমু খায় ওমনে আনিকার গালেও একটা চুমু খাই.. ( খিক খিক..বাচ্চারা চোখ বন্ধ কর... ) আসলে অনেক খুশি খুশি লাগতাসে থ্যাংকস টু আবুল ভাই এই শততম পোস্টোর ব্যাপারটা মনে করায় দেয়ার জন্য।
আজকে ফটোগ্রাফি নিয়া কচকচ করুম না। আজকা আপনেগো ব্রেক মাইনে ইসকুলের টিফিন টাইম আমি মতিঝিল আইডিয়ালে পরার সময় খালি ২ টাকা দামের বাটারবন খাইতাম টিফিন টাইমে, তাই ওহনও বাটারবনরে ভালা পাই নটরডেমে খাইতাম ডিম চপ আর পেপসি....আহা কই গেলো সেইসব দিন.... নাহ শততম পোস্ট দিতে গিয়ে নিজেরে শতবর্ষী বটগাছ বানায় ফেলতাসি। এতটা বুড়া হইনাই আসলে এখনো....ব্রায়ান এডামস ভাইজান তো কইয়াই গেসে....গনা বি এইটিন টিল আই ডাই
যাইকগা.... এই টিফিন টাইমে আপনাগো লাইগা কিসু ছবি আনসি। ভাল না খারাপ? তার চেয়ে বড় ব্যাপার হইলো আমি এই ছবি গুলা দোইখা ব্যাপক আনন্দ পাই।
আমার কাছে ফটোগ্রাফি জিনিষটাই এইটা। যে ছবি দেইখা আমার ব্যপক আনন্দ হ্য়, আমার কাসে সেইটাই মনে হয় একটা ভাল ছবি। আমি ফটোগ্রাফি করিই শুধু এই আনন্দটা পাওয়ার জন্য।
এই ৫টা ছবি শুক্রবার অফিসের প্রোগামে তোলা:
আর এই গুলা তুলসিলাম বান্দরবনে:
আরও ছবি দেখতে চাইলে আমার ফেসবুক পেজে দেখতারেন। ছবিতে যেই ইমেইল এড দেওয়া আসে ওইটা দিয়া সার্চ দিলেই আমারে পাবেন।
আজকে তাইলে এইখানেই থামি...শততম পোস্ট করতে যাইতাসি...রেডি ..ওয়ান, টু, থ্রিইইইইই............দিলাম টিপ "ব্লগে প্রকাশ করুন" বাটনে.........ঠুশ (কারেন্ট গেসে )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।