http://www.facebook.com/Kobitar.Khata
বহুজাতিক কোম্পানী গুলো আমাদের শেখাচ্ছে যে, বোতলের মধ্যে হলুদ রংয়ের যে আমের গন্ধ যুক্ত আঠালো পদার্থ পাওয়া যায় সেগুলো ''ম্যাঙ্গো'' অথবা ''ম্যাঙ্গো জুস''। ম্যাঙ্গো এখন গাছ থেকে পেড়ে কষ্ট করে খেতে হয় না। ম্যাঙ্গো থাকে কোন ''সুন্দরতর বোতলে''। এখন আমাদের আম খেতে ইচ্ছে হলে সেই বোতলের আঠালো পদার্থগুলো গিলে তৃপ্তির ঢেকুর তুলে বলতে হবে ''আমরা আম খেয়েছি''। আমরা অনেক ম্যাংগো পিপল সেই ম্যাঙ্গো জুস খাচ্ছিও।
একটু প্রচার প্রচারণা চালালে এই ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো পিপলকে খাওয়ানো কোন সমস্যাই না এটা অনেক আগে থেকেই প্রমাণিত।
জিয়া জীবিত অবস্থায় নিজেকে কোনদিন স্বাধীনতার ঘোষক বলা তো দূরের কথা চিন্তায় এনেছেন কিনা তাও সন্দেহ আছে। জিয়া জীবিত অবস্থায় কখন তা বলেওনি। অথচ জিয়ার মৃত্যুর পর বিএনপির হঠাৎ করে কি হয়ে গেল, তারা নিজেরা জিয়াকে স্বাধীনতার ঘোষক বলে প্রচার করা শুরু করল। মজার ব্যাপার হলো এই প্রচারণাও বেশ ফলপ্রসূ হলো।
কিছু ম্যাঙ্গো পিপল বিশ্বাস করা শুরু করল এটা ম্যাঙ্গো জুস অর্থ্যাৎ জিয়া স্বাধীনতার ঘোষক।
এটিএন নিউজে একটু আগে টক শো হচ্ছিল। আজকের অতিথি বিরোধী দলের চিপ হুইপ জয়নাল আবেদিন ফারুক ও সরকারী দলের চিপ হুইপ আব্দুস শহীদ।
সংসদে যাওয়ার ব্যাপারে শর্তের ব্যাপারে বলতে গিলে তিনি বললেন সংসদে জিয়াকে নিয়ে কটুক্তি করা হয়, এটা বন্ধ করতে হবে। অর্থ্যাৎ তারা যখন জিয়াকে স্বাধীনতার ঘোষক বলে তখন আওয়ামী লীগকে চুপ থাকতে হবে।
প্রতিবাদ করা মানে কটুক্তি করা। সুতরাং আওয়ামী লীগকে এখন ''ম্যাঙ্গো জুস'' খেতে হবে।
এরপর বললেন সংসদে তারেক রহমানকে নিয়ে কটুক্তি করা হয়, এটা বন্ধ করতে হবে। অর্থ্যাৎ তারা যখন তারেক বন্দনায় লিপ্ত হবেন, তারেককে মহান নেতা হিসেবে আখ্যায়িত করবেন তখন আওয়ামী লীগকে চুপ থাকতে হবে। কোন ভাবেই তাদের স্মরণ করিয়ে দেয়া যাবে না যে তারেক একজন দুর্নীতিবাজ ছাড়া আর কিচ্ছু না, তারেক তার বাবা মা এর পরিচয় ব্যবহার করে শুধুমাত্র একজন বড় মাপের দুর্নীতিবাজ হয়েছেন।
অর্থ্যাৎ আওয়ামী লীগকে এখানেও ম্যাঙ্গো জুস খেতে হবে।
এই দেশে ম্যাঙ্গো পিপল আছে বলেই ম্যাঙ্গো জুসের এত কদর। একটু পর আমি নিজেই তার প্রমান পাওয়া শুরু করব নিশ্চয়, নিশ্চয়, নিশ্চয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।