আমাদের কথা খুঁজে নিন

   

কে হচ্ছেন পরবর্তি প্রধান উপদেষ্টা ?

জীবনের এত গভীরে প্রবেশ করে কি লাভ, জীবনটা হউক হুমায়ুন আহমেদের সাহিত্যের মত !

সবকিছু ঠিক থাকলে আপিল বিভাগের তৃতীয় জ্যেষ্ঠ বিচারক বিচারপতি এবিএম খায়রুল হকই পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন। চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট এ নিয়োগ দিতে পারেন। আগামী ২৯শে সেপ্টেম্বর বর্তমান প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম অবসরে যাবেন। এর আগেই প্রেসিডেন্ট নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেবেন। প্রধান বিচারপতি নিয়োগ পদ্ধতির ব্যাপারে সংবিধানে স্পষ্ট কিছু বলা নেই।

সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে বলা আছে, প্রধান বিচারপতি এবং অন্য বিচারকগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। আপিল বিভাগে বর্তমানে ৬ জন বিচারপতি রয়েছেন। প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ছাড়া সবচেয়ে জ্যেষ্ঠ বিচারক হচ্ছেন বিচারপতি মো. আবদুল মতিন। দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারক হচ্ছেন বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান। এর পর জ্যেষ্ঠতা অনুযায়ী বিচারপতি এবিএম খায়রুল হক, বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি এসকে সিনহার নাম রয়েছে।

বিচারপতি এবিএম খায়রুল হক প্রধান বিচারপতি হলে বিচারপতি মো. আবদুল মতিনের আর প্রধান বিচারপতি হওয়ার সুযোগ থাকবে না। কারণ বিচারপতি মো. আবদুল মতিন এ বছর ২৫শে ডিসেম্বর অবসরে যাবেন। অন্যদিকে বিচারপতি এবিএম খায়রুল হক অবসরে যাবেন ২০১১ সালের ১৭ই মে। বিচারপতি এবিএম খায়রুল হক প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলে তিনিই হতে পারেন আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। কারণ সংবিধান অনুযায়ী, নির্বাচনের আগে সর্বশেষ অবসর গ্রহণকারী প্রধান বিচারপতিরই প্রধান উপদেষ্টা হওয়ার কথা।

বিচারপতি এবিএম খায়রুল হক প্রধান বিচারপতি হিসেবে অবসরে যাওয়ার পর যদি বিচারপতি মো. মোজাম্মেল হোসেন অথবা বিচারপতি এসকে সিনহা প্রধান বিচারপতি হন তাহলে নিশ্চিতভাবেই তিনি পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন। কারণ বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি এসকে সিনহা দু’জনই অবসরে যাবেন দশম সংসদের নির্বাচনের নির্ধারিত সময়ের পর। ২০১৪ সালের মার্চ-এপ্রিলে দশম সংসদ নির্বাচন হতে পারে। বিচারপতি মো. মোজাম্মেল হোসেন অবসরে যাবেন ২০১৫ সালের ১৭ই জানুয়ারি। বিচারপতি এসকে সিনহা অবসরে যাবেন ২০১৮ সালের ১লা জানুয়ারি।

বিচারপতি এবিএম খায়রুল হকের অবসরের পর যদি বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান প্রধান বিচারপতি হন তবে তিনিই হবেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এক্ষেত্রে বিচারপতি এবিএম খায়রুল হক প্রধান উপদেষ্টা হতে পারবেন না। বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান অবসরে যাবেন ২০১১ সালের ১৪ই নভেম্বর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।