আশ্বীন মাস আসলেই মনে আসে শীত যেন আর তেমন দেরী নাই।
স্বাগতম জানাই শীতকে। বছরের এই সময়ের কয়েকটি দিন যেন অনেক আকাঙ্খিত। কারন দিনের বেলাতে থাকে গরম আর রাতে পরে হালকা শীত।
সে কি অনুভুতি।
মনে হয় সারা বছরটি যদি এমনিই হতো..!!!
যাই হোক গ্রামে এখন বিকেল-সন্ধ্যা এর মাঝামাঝি তে দেখা দিবে জাগায় জাগায় হালকা ধরনের কুয়াশা। আর তা দেখে মনটা যেন শীতল হবে। ভোর বেলাতে থাকবে হালকা ধরনের কুয়াশা। সকালের প্রথম সূর্যের আলো ঘাস গুলোর উপর পরলে চিক চিক করবে দেখতে। যেন তাকিয়ে শুধু দেখতেই ইচ্ছা করবে, মনে হবে যেন এক একটি হীরা জ্ব ল জ্বল করছে।
শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে হাঁটার যে আনন্দ-অনুভূতি তা বাস্তবে পরীক্ষন না করলে বুঝা যাবে না; বর্ননা করার ভাষা নেই।
গ্রাম বাংলায় একটি কথা প্রচলিত আছে, আশ্বীন...গা করে শীন শীন...তার মানে শীত এলো বলে..
তাই স্বাগতম শীতকে....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।