খুব ছোট্ট একটা টিপস শেয়ার করবো আপনাদের সাথে তবে এই টিপসটা আপনাদের জন্য খুবই কাজের । অ্যাডসেন্স এর অ্যাডে ক্লিক না পড়ার অন্য আর একটা কারন হচ্ছে ব্লগে কন্টেন্ট রিলেটেড অ্যাড না থাকার কারন । কন্টেন্ট রিলেটেড অ্যাড না থাকার কারণ, ব্লগের জন্য যে কী ওয়ার্ড সিলেক্ট করা হয়েছে সেই কী ওয়ার্ড এর উপর অ্যাড না থাকা এবং অ্যাড এর পরিমান খুবই কম থাকা । অন্য আর একটি কারণ হল, কী ওয়ার্ড এর ঘনত্ব কম এবং অ্যাড কোড ঠিকমতো না বসানো। ত আমি যে ব্যাপারটি শেয়ার করবো সেটি হল, কিভাবে বুঝবেন যে আপনার কী ওয়ার্ড এ পর্যাপ্ত পরিমান অ্যাড আছে । ব্যাপারটি খুবই সহজ...
গুগলে গিয়ে আপনার কী ওয়ার্ড দিয়ে সার্চ দেন, সার্চ রেজাল্টে অনেকগুলো ওয়েবসাইট আসবে, কিন্তু প্রথমে থাকবে অ্যাড, যদি ডান পাশে ও অনেকগুলো অ্যাড দেখতে পান তবে বুঝবেন আপনার কী ওয়ার্ড এ অনেক অ্যাড আছে আর আপনি যদি আপনার ব্লগে ঠিকমতো কী ওয়ার্ড ডেনসিটি থাকে তবে ওই সব গুলো অ্যাড আপনার ব্লগে আপনি দেখতে পাবেন । আর এই অ্যাড গুলোতে ভিসিটরা ক্লিক করে ও বেশী ।
এখন বিদায়, নতুন পোষ্ট নিয়ে দেখা হবে আবার ।
আমার নতুন ব্লগ দেখতে আসবেন কিন্তু ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।