ভোর হোক তোমারও জানালায়,ভোর হোক ধ্বংসস্তুপে।চাপা পড়া শহরে,শহীদ স্বরণীর পীচঢালা পথে।রোদ্র আসুক আশাবাদী অহ্মর হয়ে,বেঁচে থাকার উৎসাহে তোমার রাইফেল বিনীত হোক মানুষের অনন্তকালের ইতিহাসের পায়ে।
একটা আজাইরা বিষয় নিয়া আমার আর আমার বোনের মধ্যে তর্কাতর্কি হল।
কিন্তু সমাধান হয় নাই। আপনারাতো অনেক টেলেন্টেড তাই আপনারা বরং সমাধান করুন। বিষয়টা হল - একটা সাপ যদি উল্টো দিক হতে তার লেজ খাওয়া শুরু করে, তাহলে তার খাওয়া কখন থামবে বা তার রেজাল্ট কি দাঁড়াবে? (জ্ঞানী ভাই-বোনরা একটু আওয়াজ দিয়েন)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।