We shall over come দক্ষিণ পৃর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ধেয়ে আসা ভয়াবহ ঘূর্ণিঝড় “মহাসেন” মোকাবিলায় করণীয় ও ঘূর্নিঝড়ের সময় করণীয় বিষয়ে সতর্কিকরণ করতে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব সদস্যদের দুটো স্বেচ্ছাসেবক দল পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় হ্যান্ড মাইক দ্বারা জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করেন। এই ভয়াবহ ঘূর্ণিঝড় “মহাসেন” মোকাবিলায় প্রস্তুতি হিসেবে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিট’র এক জরুরী প্রস্তুতি সভা যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান কাজী তৌফিকুল আজমের সভাপতিত্বে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের কার্যালয়ে আজ দুপুরে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী হিসেবে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, সেক্রেটারী আকম শামসুজ্জামান চৌধুরী, সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য বেনজির বিন ইসলাম খান, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব উপ প্রধান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, বন্ধুত্ব বিভাগীয় প্রধান জিয়াউল কবির সোহেল, প্রশিক্ষণ বিভাগীয় প্রধান শুভাষীশ দাশ, তথ্য ও প্রচার বিভাগীয় প্রধান শাহরিয়ার মোর্শেদ, অফিস বিভাগীয় প্রধান সৌমেন ভোমিক, সাংগঠনিক বিভাগীয় প্রধান ইসমাইল হক ফয়সাল ও সেবা বিভাগীয় প্রধান সাবরিনা চৌধুরীসহ কার্যকরী পর্ষদের সদস্যবৃন্দ।
ডা. শেখ শফিউল আজম বলেন, ঘূর্ণিঝড় “মহাসেন” মোকাবিলায় রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলায় আমাদের প্রায় ছয় হাজার প্রশিক্ষিত কর্মী রয়েছে । বর্তমানে তারা বিভিন্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে ।
এছাড়া যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর কন্ট্রোর রুম সার্বক্ষণিক খোলা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ।
আকম শামসুজ্জামান চৌধুরী বলেন, আমাদের সকল যুব সদস্যরা প্রশিক্ষিত । এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সম্ভাব্য জাতীয় দূর্যোগ মোকবেলায় যুব সদস্যদের এগিয়ে আসতে হবে ।
পরবর্তীতে যুব সদস্যদের দুটো স্বেচ্ছাসেবক দল পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় হ্যান্ড মাইক দ্বারা জনসাধারণের মাঝে ঘূর্নিঝড়ের সময় করণীয় বিষয়ে সতর্কিকরণ করেন ।
উল্লেখ্য গতকাল আন্দরকিল্লাহস্থ যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের কার্যালয়কে রেড ক্রিসেন্ট কন্টোল রুম হিসেবে ঘোষণা করা হয়েছে ।
০১৮১৭-৭১৭৫৭২ এবং ০১৫৫৪-৩৩৭৩৩০ এই নাম্বারে যেকোন প্রয়োজনে রেড ক্রিসেন্ট কন্টোল রুমে যোগাযোগ করা করা যাবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।