অবশেষে পূরণ হচ্ছে কুমিল্লা ও আখাউড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন।
আজ থেকে কুমিল্লা-আখাউড়া-ঢাকা রেলপথে চালু হচ্ছে ডেমু ট্রেন। এসব এলাকার বাসিন্দাদের প্রাণের দাবি, এ রুটে নির্দিষ্ট ট্রেনের। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহের জানান, ট্রেনটির নাম দেওয়া হয়েছে কুমিল্লা কমিউটার। কুমিল্লা ও আখাউড়াবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ অত্যাধুনিক ট্রেনটি চালু করছে।ট্রেনটি উদ্বোধন করতে রেলপথমন্ত্রী মুজিবুর রহমান আজ আখাউড়ায় আসছেন। বেলা সাড়ে ১১টায় আখাউড়া রেলস্টেশনে ট্রেনটির উদ্বোধনী অনুষ্ঠান হবে। ট্রেনটি চালু হলে এ রুটের রেলযাত্রীদের দুর্ভোগ অনেকটা কমে আসবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।