আমাদের কথা খুঁজে নিন

   

বিনিদ্র রজনী এবং স্বপ্ন একই সাথে



আমার আজ আর জেগে উঠতে হয় না দিতে হয়না অ্যালার্ম ঘড়িতে নিশানা। আজ শুধু জেগে যাপন এই বিনিদ্র রজনী স্বপ্নেও তাই ফিকে আজ এই ধরনী। একদা স্বপ্ন দেখার এই দুই চোখ আজ করে ফাকি দেয়ার মাপজোখ। আপন করে সে আর কিছুরে টানেনা কাছে চারিদিকে সব আজ তার কাছে মিছে। বুকের দুঃখ তারে করেনি অশ্রু সজল কিন্তু করেছে তারে নিজের প্রতি অবিচল। স্বপ্নই তারে আবার জাগিয়ে রাখে গড়তে হবে নতুন সমাজ এই বলে। তাই বিনিদ্র রজনী আজ কাটে নতুন সমাজ গড়ার স্বপ্নে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।