আমাদের কথা খুঁজে নিন

   

বিনিদ্র জোৎস্না ধুয়ে,সিঁদুর রাঙা প্রভাত

ভেবে ভেবে ফিকে দৃষ্টি,সাঝ আকাশের লাল আভার মত রক্তিম বর্ণে শংকায়। ক্ষণপরে আধারের কাল,দিনের নৌকা পাল গুটিয়ে,হাল ছাড়বে- আশা আশংকায় দোদুল্যমান। রুপালী ঢেউ এর আঁচল জুড়ে সুর তোলে সরলতা ,, ও কিশোরী একটু শুনে যাও। মোহনার ঘাটে জলবৈঠার জলকেলি আর ভাল লাগেনা। সম্পর্ক এখন ব্যাবচ্ছেদের বিষয়,যে যেমন খুশি কাটাকুটিতে হাত পাকায়, শেষাংশে পরে রয় মৃত সময়,কজন ফিরে চায়।

স্বপনও সজলও দিন পেছনে পড়ে থাকে, আধারে মুখ ঢেকে তৃষিত নয়নে স্বপ্নস্নান করে অশ্রুজলে। হয়ত ভোরের ফুল আর দেখা হবেনা, অনেক চাওয়ার আগামী দিন ঢেউয়ে ঢেউয়ে কূল ভাঙ্গে। সাঝের পাখি ঘরে ফেরে,আমি ফিরব কোথায়, শরতের,বর্ষা ধোয়া দিন ফুরালো, জোনাক জাগা নিশির ভাজে। খসে পড়া তারায় বাধা বেনীর দোলা তোমার ও চঞ্চলা কিশোরী-ফিরে দেখো। শুধু চেয়ে থাকি তোমার পানে, নির্জন ভগ্ন আশা পুষে, একটু ঠাই দেবে কি বিনিদ্র জোৎস্না ধুয়ে,সিঁদুর রাঙা প্রভাতে।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।