আগন্তুক । । । হে বিনিদ্র ভালবাসা - তুমি কার ? বহমান বাতাস আর চলমান গতির , নাকি স্রোতের বিপরীতে সমুদ্রের নীল অজানার ? শাশ্বত চিরন্তন জন্ম-বন্ধন নাকি অজানার পথে হবে আমার প্রানের সঞ্চালন ? আমি রব বহমান , আমি রব চিরন্তন , আমি কখনো করবনা ত্যাগের প্রতি আমার ভালবাসার সমর্পণ । শঙ্কিত আমি প্রতি মুহূর্ত বিলুপ্তের পথে আমার এই সুন্দর সাজানো সাম্রাজ্য , আজ তাই জেগে উঠতে চাই আমি , পেতে চাই সেই চির পরিচিত হাতের স্পর্শ , আর চিত্কার করে বলে উঠি , ছেড়ে যেওনা আমার এই সুন্দর সাজানো সাম্রাজ্য । মনে বহমান রবে অন্ত:রক্ত ক্ষরণ , আর বেছে নিয়েছি আমি বিধির নির্বাসন , তবুও প্রশ্ন রয়ে যাবে তোমার তরে আমার : হে বিনিদ্র ভালবাসা - তুমি কার ? - আগন্তুক https://www.facebook.com/agontuk.zone
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।