আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা শহর আজ ফাকা



ঢাকা শহর ফাকা! কোথাও কোন জ্যম নেই। নেই লোকজনের ভীড়। এ এক অন্য ঢাকা। কেমন যেন অচেনা। অচেনা অজানা শহরের মতো মনে হচ্ছে ঢাকার রাস্তাঘাট।

দুই/তিন দিন আগেও ৩ মিনিটের রাস্তা পার হতে যেখানে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা লাগতো। এখন পুরো ঢাকা শহর ঘুরা যায় ১৫-৩০ মিনিটে। চিরচেনা সেই ঢাকা এখন আর মনে হয় না। আমরা যারা এখন ঢাকায় আছি তারা গাড়ির ধোয়া মিস করছি, মিস করছি ঘন্টার পর ঘন্টা জ্যাম আরও কত কি? বছর ঘুরে আবার এসেছে ঈদ। ঈদকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারো ফাকা ঢাকা মহানগরী।

স্কুল কলেজগুলো এবার ছুটি হয়ে যাওয়ায় ঈদের যানজট এড়াতে অনেকে পরিবার পরিজনকে বাড়ি পাঠিয়ে দিয়েছে আগেভাগেই। ফলে ঢাকা প্রায় অর্ধেক ফাকা হয়ে গেছে। ঈদুল ফিতরের আগমনে আবারো পরিবর্তিত হয়ে গেছে মহানগরীর চালচিত্র। ট্রাফিক যানজট একদম নেই । সন্ধ্যার পর রাস্তায় গাড়ি-ঘোড়ার সংখ্যাও কম।

ব্যতিক্রমী এ দৃশ্যই সবাইকে মনে করিয়ে দেয় ঈদুল ফিতরের আগমনের কথা। এদিকে ঈদকে কেন্দ্র করে নগরীতে বেড়ে গেছে ছিনতাই ও চুরি-ডাকাতির ঘটনা। পুলিশ সদর দপ্তর, র‌্যাব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঈদ উপলক্ষে নগরীতে বাড়তি সতর্কতার কথা বলা হলেও গত দুদিন রাতে রাজধানীতে বেশ কয়েকটি চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। এ ছাড়া প্রায়ই রাস্তাঘাট থেকে বিভিন্ন সামগ্রী যেমন, মোবাইল, টাকা-পয়সা ইত্যাদি ছিনতাই এবং মলম পার্টি ও অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন অনেকে। র‌্যাব সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে পুরো রাজধানীজুড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে।

অধিকাংশ মানুষ গ্রামের বাড়ি চলে যাওয়ায় শহরের অধিকাংশ আবাসিক এলাকা প্রায় খালি হয়ে পড়ায় চুরি-ডাকাতির ঘটনা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বড় ধরনের যে কোনো নাশকতা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.