আমাদের কথা খুঁজে নিন

   

একটা পোস্ট! একটা জরিপ! (ইভটিজিং নিয়ে ভদ্র ভাষায় এবার কিছু কথা “যেই সব #%ঁ&#@৳৩# পুতেরা ইভটিজিং করে তাগো ...... আমি #@%&# )



আশা করি যারা এতক্ষন ব্লগে ছিলেন তাদের বোঝা হয়ে গেছে আমি কোন পোস্ট নিয়ে এবার কথা বলতে যাচ্ছি। যা হোক আসল কথায় আসি। ঘটনাটা ঘটেছিল আজ সকালে। আনুমানিক ১২-১টার দিকে। সিকিউরিটির জন্য স্থান বলছি না।

আমি আর আমার দুই বন্ধু অন্য একটা বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছি। আমাদের পাশে প্রায় ১০-১২ জন ছেলে দাড়িয়ে। হঠায় রাস্তার মোড়ে একটা মেয়ে রিকশা থেকে নেমে ভাড়া মিটাচ্ছে। এমন সময় সেই ১০-১২ জন দলের কতগুলা কুত্তা ঘেউ ঘেউ করতে শুরু করলো(মানে অশ্লীল সব কথা) এক সময় একটা কুত্তা সেই মেয়েটার পেছন দিকে হঠাত করে হাত দিয়ে #@৳%ঁ& ।

জিনিসটা আমার এতটাই খারাপ লাগলো যে আমি সাথে সাথে ওদের মুখের উপর বলে ফেললাম “এটা কি করলেন আপনি,এটা উচিত না! কাজটা আপনি ঠিক করেননি। ওমা,তখন দেখি আমার সাথে ফাপর। তারপর আর কি করা। যা হবার তাই হল,আমিই ফাপরে পরলাম। আর রাস্তার মোড়ের লোকগুলো হা করে তাকিয়ে রইল।

তারপর যখন আমি চলে যাচ্ছি তখন একজন শুধু বলল “ষালাদের ধইরা মাইর দেয়া উচিত ছিলা!” এই কথা শুইনা ওই বেটার বলতে ইচ্ছা করছিল “বাইনচোত,তাইলে তুই আগাইলি না ক্যান?" আমি বাইরের ছেলে তাই কিছুই করতে পারলাম না,ওরা স্থানিয় এলাকার স্থানিয় পেটমোটা স্থনিয় টাকা পয়সা ওয়ালা স্থানিয় ক্ষমতাধর ব্যক্তিদের ছেলে পুলে। আমি তো সেখানে একজন ছোট পুটি মাছ। এতক্ষন বললাম ঘটনা। এবার বলি ব্লগ পোস্ট ও ব্লগারদের কথা। আমি যদি পারতাম তাহলে প্রেস কনফারেন্স করে কথা গুলো বলতাম।

কিন্ত সে ক্ষমতাও নাই। তাই ব্লগটাকেই বেছেনিলাম। আমার শেষ দেখা মতে ৪২১ জন পোস্টটা দেখেছিল,৩৯টা মন্তব্য ছিলা,১৮ জনের ভালো লাগে ও ১৮ জনের ভালো লাগেনি। অনেকেই আমাকে বলেছেন আমিই নাকি ইভিটিজার। যা হোক,কারো সম্পর্কে কোন মন্তব্য করবো না।

তবে বোঝা গেল ব্লগে অন্তত ৫০ ভাগ লোক পোস্টটির গুরুত্ব বুঝেছে। আর ৪২১ জনের মধ্য অন্তত ৩০০ জনের মগজে সেই অশ্লীল কথা গুলো গেথে গেছে। কাল থেকে এই ৩০০ জনই হবে আমার পেছনের শক্তি,যারা আমার মত এগিয়ে আসবে। তবে এরা পিছ পা হবে না এটাই আমার বিশ্বাস।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.