আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের ঢাকা ও কিছু প্রলাপ ... (ত্রি-শতক পূর্তি পোস্ট)

গভীর কিছু শেখার আছে ....

ঢাকার রাস্তা ব্যাপক ফাঁকা। কোন এলাকা থেকে শরণার্থী চলে গেলে হঠাৎ করেই যেমন সেই এলাকা ফাঁকা ফাঁকা লাগে, ঠিক তেমনটাই মনে হচ্ছে। তবে রিকশা বা বাস যেটাতেই উঠি না কেন, সবারই শুধু একই কথা ‌"ঈদের সময়, ভাড়া একটু বাড়ায়ে দেন"। কিছু কিছু বাসে তো এই বাড়ানোটাই ভাড়া হিসেবে কাউন্ট করছে। এই শহরে এখন খুশি হয়ে কাউকে কিছু দেয়া লাগে না, বরং সবাই নিজেই খুশি হয়ে অন্যের কাছ থেকে আদায় করে নেয়! বড়ই আজব এ শহর!! মুরব্বীরা বলছেন, "দিন কে দিন এ শহর বাসযোগ্যতা হারিয়ে ফেলছে।

এ শহরে আর থাকা যাবে না। " কিন্তু কোথায় যে যেতে হবে সেই সলিউশন তারা অথচ দেন না। আর দেবেনই বা কি করে দেশের অর্থনৈতিক কার্যক্রম শহরকেন্দ্রীক করার প্রবণতা এখনও যে দূর করার নয়। শহর সম্প্রসারণ করা হচ্ছে। ফলে নতুন করে আরেকটি অঞ্চলকে শহর বানিয়ে ফেলা হচ্ছে।

অথচ শহরকেন্দ্রীক অভিবাসনকে গ্রামে কর্মক্ষেত্রের উপায় তৈরি করে পাঠিয়ে দেবার ব্যাপারে কারো তো কোন উদ্যোগ নেই। আর হবে বলেও তো মনে হয় না। এই যে ঢাকা ছাড়লেন লাখো লাখো মানুষ, কাল থেকেই তারা ফিরতে শুরু করবেন। ফলে পুনরায় শরনার্থী শিবিরে পরিণত হবে ঢাকা। সুতরাং ঈদের এই একদিনেই শরনার্থীবিহীন ঢাকার মুক্ত বাতাসের স্বাদ গ্রহণ করা ব্যতিত অন্য কিছু আর বোধ হয় না ভাবলেও চলবে।

যাই হোক আজ ঈদের দিনে সবাইকে আর আবোল-তাবোল প্রলাপে ত্যক্ত-বিরক্ত করতে চাই না। সবার প্রতি রইলো ঈদের অনেক অ-নে-ক শুভেচ্ছা। পুনশ্চ : এই শুভেচ্ছা পোস্টের মাধ্যমে সামহোয়ারইনের ৩ বছরে আমার পোস্টের সংখ্যা ৩০০ হলো। আমার ব্লগের পরিসংখ্যান * পোস্ট করেছেন: ৩০০টি * মন্তব্য করেছেন: ৩৯৭০টি * মন্তব্য পেয়েছেন: ৫১৪৩টি * ব্লগ লিখেছেন: ৩ বছর ২ মাস * ব্লগটি মোট ১৬৩৫৬৫ বার দেখা হয়েছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.