আমাদের কথা খুঁজে নিন

   

চারদলীয় জোট সরকারের শাসনামলে বিরোধী দল সহ সাধারণ নাগরিকদের আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দমন পীড়ন এর কিছু চিত্র :

খুব সাধারন এক মানুষ। ভালবাসি সাধারন মানুষের জন্য কিছু করতে। * ২ ফেব্রু ২০০২, ১১ দল আহূত হরতালে ১১ দলের মিছিলে মারপিট, অশ্লীল ভাষায় গালিবাজ করে পুলিশ। লাঠিচার্জে প্রায় শতাধিক নেতা কর্মী আহত হয় ও সিপিবি নেত্রী অধ্যাপিকা এ এন রাশেদা সহ অর্ধ শতাধিক গ্রেফতার করা হয়। * ৮ সেপ্টেম্বর ২০০৩ ছাত্রী নার্সদের বিক্ষোভ মিছিলে পুলিশের বেপরোয়া লাঠিচার্জে ১০ জন নার্স আহত হয়।

আবার ১৮ অক্টোবর ২০১৩ মতিঝিলে শিক্ষার্থী ও বেকার নার্সদের অবস্থান কর্মসূচীতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস ছুড়ে শতাধিক নার্স আহত করে। * ২০ জানু ২০০৪ চাকরি জাতীয় করনের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ এতে দশ জন শিক্ষক গুরুতর জখম হয়। * চাপাইনবাবগঞ্জের কানসাটে এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের উপর পুলিশের নির্বিচারে গুলিবর্ষণে বিশজন প্রান হারায়। * টঙ্গীতে সাংসদ আহসানউল্লাহ মাস্টারের হত্যাকাণ্ডকে ঘিরে জনরোষ ঠেকাতে এলাকার সাধারণ জনগন সহ আ'লিগ নেতা কর্মীদের গ্রেফতার ও নির্যাতন করে। * ২১ এপ্রিল ২০০৪ আ'লিগ আহূত "হওয়া ভবন" ঘেরাও কর্মসূচী সামনে রেখে আ'লিগ নেতা- কর্মীদের গন-গ্রেফতার করা হয় এমনকি নারী কর্মীরাও রেহাই পায় নি।

প্রায় পনের হাজার নেতা কর্মীকে গ্রেফতার করা হয়। * ৩০ এপ্রিল ২০০৪ এপ্রিলের ডেডলাইন আন্দোলন প্রতিরোধ এবং গন-গ্রেফতার এর সাফল্যে বিশেষ ভোজের আয়োজন করে ঢাকা মহানগর পুলিশের সব বিভাগ। * ৮ জানু ২০০৫ মিছিলে অংশ নেয়ার অপরাধে আ'লিগ এর বেশ কিছু মহিলা কর্মীকে থানায় প্রধান ফটক বন্ধ করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে ধানমণ্ডি থানা পুলিশ। * ৭ মে ২০০৫ রাজধানীতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের একটি দল তাদের দাবী নিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি দেয়ার জন্য হুইল চেয়ারে করে যাওয়ার পথে তাদের উপর পুলিশ হামলা করে । মুক্তিযোদ্ধাদের গালমন্দ করে লাথি, কিল- ঘুষি ও লাঠির আঘাতে আহত করে।

* ২৮ মে ২০০৫ বাস চাপায় নিহত হয় ঢাবি ছাত্রী শাম্মি আক্তার । মৃত্যু সংবাদে বিক্ষোভে উত্তাল ছাত্র-ছাত্রীদের উপর পুলিশ দফায় দফায় লাঠিচার্জ, শতাধিক রাউন্ড কাঁদানে গ্যাস ও গুলি নিক্ষেপ করে। সাড়ে ৩ ঘণ্টার সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী ও কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হয়। * ২৬ আগস্ট ২০০৬ ফুলবাড়ি কয়লাখনি নিয়ে আন্দোলনরত জনতার উপর পুলিশ-বিডিআর বিনা প্ররোচনায় গুলি বর্ষণ করলে ছয়-সাত জন নিহত ও তিন শতাধিক আহত হয়। * ২ অক্টো ২০০৬ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের লাঠিপেটায় দেশসেরা শুটার আসিফ সহ বার-তের জন গুরুতর আহত হয়।

* ১৩ নভে ২০০৬ ঢাকার কাওরান বাজারে রাজনৈতিক কর্মীদের উপর পুলিশ গাড়ি তুলে দেয়ায় কমপক্ষে একজন নিহত হয় গুরুতর আহত হয় আরও বেশ কয়েকজন। * ৫-৭ জানু ২০০৭ বিরোধী দলের কর্মসূচিকে সামনে রেখে তিনদিনে সারাদেশে কয়েকহাজার লোক কে আটক করা হয় এমনকি সাধারণ মানুষ ও ঘুমন্ত অবস্থা থেকে তুলে গ্রেফতার করা হয় ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।