আমাদের কথা খুঁজে নিন

   

এটাতো ছাই না,যে ফু দিয়ে উরিয়ে দিবে।



পবিত্র কোরান শরীফ মামুলী কোনো কিতাব বা বই না যে পোড়ালেই পুরে যাবে??? আমরা মনে প্রানে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যে "হে আল্লাহ মাবূদ-আপনি ঐ সমস্ত জঘন্য পাপী ব্যাক্তিদের হেদায়েত দান করুন,তারা যেন শান্তির পথে ফিরে আসে "আমীন। এইতো বেশীদিন আগের কথা নয়। নিমতলিতে অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিদগ্ধ এক বাড়িতে একদম সম্পূর্ন অক্ষত অবস্থায় পবিত্র কোরান শরীফ পাওয়া গেছে(সুবাহানাল্লাহ) যেখানে কিনা সব আগুনে পুড়ে শেষ হয়ে গিয়েছিল। সেটাতো ঘটেছিল দূর্ঘটনা বশত(এই খবর ফলাও করে বিভিন্ন পত্রিকাতে ছাপা হয়েছিল সেই সময়ে,গুগলিং এই বিষয়ে তথ্য পাওয়া যাবে)। পৃথিবীতে প্রতিনিয়ত এমন অনেক ঘটনা ঘটে যেগুলো মানুষ ভূলে যায় কিংবা জেনেও বুঝেও উপহাস করে উরিয়ে দেয়।

তারপরও সেই সকল ঘটনা থেকে শিক্ষা নেয় না মানুষ। এই যেমন ইন্দোনেশিয়াতে সুনামি'র পরে যেই ধংসলীলা ঘটে তারপরেও কিন্তু একটি মসজিদ মাথা উচু করে দাঁড়িয়ে ছিল সেইখানে(ইউটিউব বা গুগলিং করলে এই বিষয়ে তথ্য পাওয়া যাবে) সুনামি পরবর্তী ধংসজজ্ঞ ও অক্ষত মসজিদ। এরকম অনেক নজির এই পৃথিবীতে বিদ্যমান আছে,তারপরেও তাদের হুশ হয় না। আর এতো শয়তান এর ধোকা বললে ভূল হবে স্বয়ং শয়তান টেরি জোন্স এর কারসাজি। তার চাইতেও অনেক বড় বড় ফাল্লু,চীরুদাস এই দুনিয়াতে ছিল।

ইনশাল্লাহ কিছুই হবে না,আমরা আমাদের মত করে মহান আল্লাহ রাব্বুল আল-আমীন এর কাছে প্রার্থনা করব। নিশ্চয় তিনি এর সুন্দর সমাধান দিবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.