পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ ভাইরে,,,আপনি আমি যাই বলি না কেন...আমরাতো সরকার না। দেশের দায়িত্বতো আমাদের কাধে না..... তাই আমাদের এত সুদুর চিন্তা ভাবনাও নাই ... তাই আমরা চোখের সামনে দুর্ঘটনায় ২/১ জন মানুষ মরতে দেখলে বিচলিত হয়ে যাই.... আর ভুলে যাই যে, কুচ পানে কে লিয়া কুচ খোনা পরতা হায়..। ভাই একবার চিন্তা করছেন? .............................. .............................. .............................. ২০৫০ সালে দেশের অবস্থা কি হবে। আপনি বেঁচে থাকলে আপনি কই থাকবেন? কোন জাগাই পাবেন না থাকার জন্য। সরকার কুত্তার মত ঘেও ঘেও করে জনসংখ্যা নিয়ন্ত্রন করতে বলছে কিন্তু তা কেও শুনছে না, তাই কি আর করার, কাটা দিয়ে কাটা তুলার মত মানুষ দিয়ে মানুষ মারছে। আসল উদ্দেশ্যতো হাসিল হচ্ছে.......... দেশের স্বার্থতো রক্ষা পাচ্ছে। আপনি আমি বোকা, না বুঝেই বক বক করি............ এমন বক্তব্য কোন মন্ত্রী মিনিস্টার থেকে শুনার অপেক্ষায় আছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।