নকিয়া ফোন ব্যবহারকারীরা অভি স্টোর থেকে তাঁদের মোবাইল ফোনে এখন রমজান-সম্পর্কিত বিভিন্ন সেবা-সুবিধা নামাতে পারবেন। এর মধ্যে রয়েছে নামাজের সময়, কোরআন, হাদিস এবং মক্কা ও মদিনা। এসবের পাশাপাশি বয়াত আল্লাহ এবং অ্যারাবিকা শিরোনামের সম্পূর্ণ নতুন দুটি সুবিধা চালু করা হয়েছে।
২০০৯ সালের মে মাসে চালু হওয়া অভি স্টোর নকিয়া ফোনে ব্যবহারযোগ্য মোবাইল গেমস, অ্যাপ্লিকেশন, ভিডিও, আলোকচিত্র এবং রিংটোনের সুবিধা দিচ্ছে।
নামাজ ডট মি প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকেরা যে শহরে বাস করেন সেই শহরের নামাজের সময় জানতে পারেন।
কিবলা টাচ অনেক কার্যকরী একটি প্রোগ্রাম যা গ্রাহককে নামাজ পড়ার সময় দিক নির্দিষ্ট করায় সহায়তা করে। খবর বিজ্ঞপ্তির।
বিশেষজ্ঞদের সঠিক উচ্চারণসহ কোরআনের আয়াত সংবলিত অনুসন্ধানমূলক একটি ডেটাবেস হলো অ্যারাবিকা। বাংলাদেশের মতো বিশাল মুসলিম জনসংখ্যা-অধ্যুষিত দেশের জন্য এটি খুব কার্যকর, যাঁরা আরবি ভাষাভাষী নন। বয়াত আল্লাহ প্রোগ্রামটি অভি ম্যাপের সঙ্গে সংশ্লিষ্ট এবং এটি ব্যবহারকারীকে নিকটবর্তী মসজিদের সন্ধান দিয়ে থাকে।
এ ছাড়া একজন ব্যবহারকারী নিজের মসজিদ সম্পর্কে এখানে বিস্তারিত তথ্য তুলে ধরতে পারেন এবং অন্য ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করতে পারবেন। বর্তমানে বাংলাদেশে কোনো দিকনির্দেশক সার্ভিস নেই কিন্তু নকিয়ার গ্রাহকেরা বিদেশ ভ্রমণের সময় এই সুবিধা ব্যবহার করতে পারবেন।
একজন গ্রাহককে খুব সাধারণভাবে ওয়েবসাইটের http://store.ovi.com ঠিকানায় যেতে হবে এবং প্রয়োজনীয় প্রোগ্রামটি নামিয়ে নিতে (ডাউনলোড) হবে। এর মাধ্যমে সরাসরি ডাউনলোডের সুবিধার পাশাপাশি গ্রাহকদের মতামত সম্পর্কেও জানা যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।