আমাদের কথা খুঁজে নিন

   

ফটোব্লগঃ সমুদ্র,সূর্য আর আলোকিত শহর।

যাপিত জীবনই শিল্পের এক ৈ শল্পিক রুপ। ১। কুয়াশায় ঢাকা ভূতুড়ে শহর। ২। অ্যালব্রাটস, জীবনে এই প্রথম বন্য অবস্থায় পাখিটি দেখলাম ৩।

জনমানবহীন একটা দ্বীপ; পাখিদের অভয়রাণ্য। ৪। সন্ধ্যাকালীন মৎস্য শিকারী। ৫। আরো একটি দিনেরবিদায়।

৬। শহরের শপিং সেন্টারে ভিতরে জীবনযাত্রা। ৭। কাওস বিচ, আগামীকাল এখানে গোসলের দাওয়াত পাইসি ৮। মন খারাপ থাকলে এই পাথুরে সৈকতে এসে বসে থাকি বন্ধুরা মিলে,চুপচাপ।

৯। আজ রাতে শহরে বৃষ্টির নিমন্ত্রন; তাই মেঘের রঙবেরং এর আয়োজন। ১০। পাহার থেকে দেখা শহরের উপরে সন্ধ্যাবেলায় আলো আধারি'র খেলা। ক্যামেরাঃ ক্যানন ৬০০ডি+ কিট লেন্স।

স্থানঃ ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.