এখন কষ্ট পেলে বাতাসও মানুষের মতো কাঁদে
বাতাসেরা এখন ছেউড়ে শিশুর দল
অনাদরে ল্যাংটো ঘুরে বেড়ায়
পাশের বাড়ির চাচির মতো
কেউ আদর করে ডেকে বলেনা -
মা'র জন্য কষ্ট হয় বুঝি?
এই নে, একটা বিস্কুট খেয়ে যা!
বাতাসকে আমরা মাতৃহীন করেছি
কোটরে কান্নার দাগ নিয়ে
বাতাস এখন বাংলা ছবির অ্যাকশন হিরো
মাতৃহত্যার চরম প্রতিশোধ নেবে
মানুষ বাতাসকে ছেউড়ে করেছে
শিখিয়েছে নিজের প্রয়োজনে খুনি হতে হয়
মাতাল স্বামী যেমন গয়না লোটে
পোঁয়াতি স্ত্রী'র পেটে লাথি মারে
ছেউড়ে শিশুটি বড় হতে হতে তেমনি
আমাদের ফুসফুস বন্ধ করার মতলব আঁটছে
বাতাসের আর কি দোষ!
আমরা যে ওদের সুখ লুটেছি, মনে নেই?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।