আবদুল হামিদের উত্তরসূরি শিরীন শারমিন বুধবার সকাল ১০টায় গণভবনে যান। সেখানে প্রায় আধা ঘণ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আযাদ সাংবাদিকদের জানান, এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। জাতীয় সংসদের অধিবেশন এবং সংসদ সচিবালয়সহ বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন।
প্রধানমন্ত্রী সংসদ পরিচালনায় শিরীন শারমিনের সাফল্য কামনা করেন বলে প্রেস সচিব জানান।
আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব নিলে স্পিকারের শূন্য পদে আসেন শিরীন শারমিন। গত ৩০ এপ্রিল দেশের প্রথম নারী স্পিকার হিসাবে শপথ নেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।