তাশফী মাহমুদ
আমার বর্তমান মাদারবোর্দ এর অবস্থা শেষ , নতুন মাদারবোর্দ এর দাম জানতে চাই
( এজিপি+সাউন্ড কার্ড বিল্ট ইন), আমার বাজেট ৩৫০০ টাকা, সাথে এও জানতে চাই যে , আমার পুরাতন মাদারবোর্দ এর প্রসেসর আর র্যাম কি নতুন মাদারবোর্দ এ ব্যবহার করতে পারব ?
আমি শুধু মাদারবোর্ড টা বিক্রি করে নতুন একটা কিনতে চাই, এখন ব্যবহার করি Esonic এর মাদারবোর্ড, আমার র্যাম ৫১২, আর প্রসেসর Intel Pentium 4, আমার প্রশ্ন হল আমার পুরাতন মাদারবোর্দ এর প্রসেসর আর র্যাম কি নতুন মাদারবোর্দ এ ব্যবহার করতে পারব ?
১ জিবি র্যাম এর দাম কত ?
Biostar বা Foxpor এর মাদারবোর্দ কেমন ?
সবচেয়ে কম দামি প্রসেসর কোনটা ও দাম কত ?
প্লিযযযযযযযযয, টেকি ভাইয়েরা আর মামুরা জানান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।