দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন।
কালো মেঘে ঢেকেছে জীবন
ধেয়ে আসছে অচেনা মরন,
ফেলে আসা দিনের স্মৃতিরা
আজ ঘটায় বুকে রক্ত ক্ষরন।
কতগুলো দিন গেছে চলে
হিসেব করছি বসে আজ,
জীবন খাতায় হয়নি লেখা
হারিয়ে ফেলা কত প্রিয় সাঁজ।
কতো প্রিয় বন্ধুর কথোপ’কথোন
রেখেছি মনের কোনে করে যতন।
কত’শত স্মৃতি, শত কোলাহল
ভাসিয়ে নিয়েছে স্মৃতির অশ্র“জ্বল।
তোমায়ও খুঁজি স্মৃতি হাতরে
খুজি তোমায় দিন রাতরে।
তোমায় ভাবি রোজ বিকেলে
কাছে থাকতে যদি এই আকালে।
বলছি তোমায় গানে-গানে
চাইছি তোমায় মনে-প্রানে।
প্রতিটি ক্ষনে আছো যে
তুমি নিয়ে জোনাকির রুপ
হৃদয়ে বসে আছো হয়ে চুপ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।