আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!
একটা তারার খোজে অনেক রাত জেগেছি
হাত দিয়ে কি আকাশ ছোঁয়া যায় কখনও
চেষ্টা এমন যে করে সে নিখাত বোকা
ধোকা তো সে খেতেই পারে
যেতেই পারে বাধন হারা মনটা ছুটে
লুটে নেয়ার সাধ্য কি তার একটুও নেই
যেইখানে তার ভালোলাগার বিষয় গুলো
ধুলো মাখা পথ ধরে আর কতটা দিন হাটতে হবে
খাটতে হবে গাধার মতো চাঁদা ছাড়া অল্প খেয়ে
পেয়ে যাবো ভেবে ভেবেই সময় কাটে
ভবের হাটে হয়না পাওয়া তবু ভাবি
যত্তো দাবি সবটা না হোক
একটা কিছু হয়তো পাবো
পথ হারাবো তার পরে যেই দিকে খুশি
স্বপ্ন পুষি বুকের মাঝে
সকাল সাঝে খুব বেশি নয়
একটা শুধু
একটা তারার খোজে
অনেক রাত জেগেছি.........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।