আমাদের কথা খুঁজে নিন

   

একটা দুইটা তিনটা চড়ুই


একটা চড়ুই দুইটা চড়ুই চিড়িক চিড়িক চড়াক চাক উড়ে বেড়ায় গাছের ডালে ফুরুৎ ফুরুৎ ফুৎ চিকুর মিকুর কত কথা আদর সোহাগ ভালবাসা বাসা বাঁধে উঁচু ডালে তাদের ছোট্ট বুকে কত্ত আশা চড়ুইনিটা ডিম পেড়েছে বসে বসে দিচ্ছে তা চড়ুইটা বড্ড খুশি গাইছে নাচছে তা ধিন তা কদিন পরেই সকাল সকাল চড়ুইবাড়ি সরগরম একটা দুইটা তিনটা ছানা চিকির চিকির চুকুর চাক বাবা চড়ুই উড়ে উড়ে এত্ত এত্ত খাবার আনে মা চড়ুইটা আদর করে তুলে দেয় সব ছানার মুখে ছানাগুলোর চোখ ফুটেছে পিটপিটিয়ে এদিক ওদিক চায় ডানাগুলোয় জোর হয়নি তারপরেও উড়তে চায় মা বলেছে খুব সাবধান উড়তে গেলেই পড়বে ধপাস নিচে আছে হুলো ম্যাঁও বাগে পেলেই গিলবে গপাস ছোট্ট ছানা দুষ্টু ভীষণ মা হতেই চোখের আড়াল এদিক ওদিক চেয়ে নিয়ে ডানা মেলে দিল উড়াল ছোট্ট চড়ুই বোঝেইনি উড়তে গিয়ে কি বিপদ ডানাটা নড়বড়ে বেশ এক্কেবারে প্রপাত ধরনীতল পড়তে দেরি তাকিয়ে দেখে ওরে বাবা একি হুলো ম্যাঁওটা হাজির হল কোত্থেকে দেখি একটা দুইটা তিনটা হুলো মিয়্যাঁও মিয়্যাঁও হালুম হুম ভয়ে চড়ুই ছানার বুকের ভিতর বাজছে ঢাক ধুপুক ধুপ ভবলীলা সাঙ্গ এবার চোখটা বুজে ভাবছে ছানা এমনি সময় মা এসে ঝটপটিয়ে মেলল ডানা চড়ুই ছানার এই বিপদে বসে নেইকো শালিক টিয়া কোত্থেকে হাজির হল মাছরাঙ্গা ফিঙ্গে ময়না কেউবা হুলোর লেজ কামড়ায় কেউবা টানে গোঁফ নাকের উপর ঠোকর খেয়ে হুলো ব্যাটার চক্ষু গোল এতজনের আক্রমণে হুলোরতো হালুয়া টাইট লেজ গুটিয়ে পালাও এবার কিসের ছানা কিসের ফাইট মা এসে আদর করে ছানাটাকে তুলে নিল স্নেহের সুরে ধমক দিয়ে বিপদগুলো বুঝিয়ে দিল চড়ুইছানাও বুঝল এবার মায়ের কথা শুনতে হয় লক্ষ্মী হয়ে না চললে কত বিপদেই না পড়তে হয় বন্ধুরা এসো আমরা মায়ের কথা শুনি দুষ্টুমিটা বাদ দিয়ে লক্ষ্মী হয়ে চলি ................................................................... ছোটবেলায় আমার একটা রাশিয়ান অনুবাদ বই ছিল। ছবিতে গল্প। আরো তিনটা গল্পের সাথে একটা গল্পের কাহিনী এইরকম। হঠাৎ মনে পড়তেই ছড়াটা মাথায় চলে আসল আর লিখে ফেললাম আমার চড়ুই পাখিটার জন্য এই ছড়াটা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.