আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েলি সামগ্রী কেনাকাটা এবং আমার প্রথম অভিজ্ঞতা।

https://www.facebook.com/udaspothik007

ভাই আমাকে ঐ জিনিস টা দেখানতো। দোকানদার বলল, কোন জিনিসটা? আবার দেখিয়ে দিলাম,মাঝখানের সারির কর্নারের সারির প্যাকেটটা নামিয়ে দেখান তো। দোকানদার আবার বলল ভাই প্যাকেটটো অনেকগুলো,আপনি কোনটা চান নাম বলেন? জিনিসটার নাম কি আমি জানি কিন্তু দোকানে গিয়ে কি বলতে হয় সেটা আমি জানি না। পরে দোকানদার কে আমার কাক্ষিত জিনিসটার কথা বুঝতে গিয়ে এক প্রকার লজ্জায় পরে গেলাম। অবশেষে দোকানদার বের করলেন, আমি বললাম ভাই একটু নিচে নামিয়ে দেখান, আমার লজ্জা লাগছে।

আচ্ছা ভাই এই গুলো কিভাবে বিক্রি করেন? দোকানদার বলল, সাইজ ও রঙ বলেন? আমি হাতে থাকা কাগজ টা তার হাতে ধরিয়ে দিলাম। তাতে লেখা ছিলো সাইজ ............., কালার-সাদা,কালো,মেরুন। এই ফাঁকে আমি চারপাশটা দেখে নিলাম,পরিচিত কেউ আছে কিনা। দেখলাম কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে, শালার তিনটা ফ্যান ঘুরছে তবুও আমি ঘামছি। ইসঃ এই বুঝি পরিচিত কেউ দেখে ফেলল, আমাকে নিয়ে হাসাহাসি করবে।

অবশেষে দাম মিটিয়ে বের হয়ে আসলাম তাড়াতাড়ি। সেই প্রথম অভিজ্ঞতা। মেয়েলি ব্যাপার গুলো একেবারে অনবিজ্ঞ। মনে মনে নিজেকে গালি দিচ্ছি "শালা কেনো যে কাগজ টা নিতে গেলাম"। রাস্তায় আসতে আসতে ভাবছিঃ আমি একটা গাধা দিলের রঙ সাদা,।

আমাকে দিল কিনতে , এমন জিনিস আমি পরে গেলাম ধাঁধাঁ। তো কি জিনিস কিনতে দিয়েছিল জানবেন না? তাহলে এই খানে ক্লিক করেন Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।