আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েলি মাহবুব মোর্শেদ ও পুরুষালি মাহবুব মুর্শেদ

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

বাইরের পৃথিবীর মতো ব্লগেও স্বাভাবিকভাবে মেয়েদের বেশ কদর। কিন্তুএখানে আশানুরূপ মেয়েদের আগমন ঘটে নাই। ফলে, একটা বেদনাবোধ খেয়াল করি। ব্যাপারটার মধ্যে খারাপ কিছু নাই।

নারীর প্রতি পুরুষের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। এই স্বাভাবিকতা কাজে লাগিয়ে কিছু পুরুষ ব্লগার মেয়েদের নাম নিয়ে মেয়েদের অভাব পূরণ করার উদ্যোগ নিয়েছেন। তাতেও অনেক বিপত্তি। অনেক প্রতারণা ও অন্যান্য। বিশেষ করে ব্লগীয় মিথিলার মৃতু্যর পর কারবালার মতো যে মাতম শুরু হয়েছিল তাতে মৃত মেয়েদের জন্যও ব্লগারদের স্বাভাবিক সমবেদনা প্রকাশিত হয়েছে।

যাই হোক, আর সব ছেলের কাছে মেয়েদের কদর থাকলেও, বা সব মেয়েদের কাছে ছেলেদর কদর থাকলেও আমার সমনামী এসএম মাহবুব মুর্শেদের কাছে মেয়েলি ব্যাপারের কদর নাই। তিনি আমার মেয়েলি গলা শুনে ভাচর্ুয়ালি উত্তেজিত হতে পারতেন। কিন্তু তা না হয়ে যখন ভীষণ হেসেছেন তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে তিনি কি মেয়েলি ব্যাপার আশা না করে আমার কাছ থেকে কোনো পুরুষালি ব্যাপার আশা করেছিলেন নাকি। স্যরি, আমি বুঝতে পারি নাই। আহারে দেশে থাকতে যদি বলতেন আমার কথা আপনের মেয়েলি লেগেছে!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।