আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েলি স্ট্যাটাস-সমগ্র



১। ভীষণ মন খারাপ! ২। উফ, লাইফটা এত বোরিং! ফালতু !! ৩। ধুর, কিচ্ছু ভাল্লাগসে না! ৪। আসলে জীবনের মানে কী? ৫।

আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না! ৬। উফ! এত্ত ফ্রেন্ড রিকোয়েস্ট কেন আসে? ডিজগাস্টিং! ৭। হাই ফ্রেন্ডসরা, কেমন আছ তোমরা সবাই? অনেক দিন পর... ৮। বিজি, বিজি, প্রচণ্ড বিজি... ৯। আজ আমি একটা নতুন রান্না করব! ১০।

আজ আম্মু আমাকে অনেক ঝাড়ি দিছে, আমি অন্নেক কানছি... ১১। মুড অফ, আমার ৩টা বিড়াল মারা গেছে! ১২। আজকে বড় আপুর ফ্রেন্ডের সাথে শপিংয়ে গেছিলাম, জোস মজা হইসে, জোস! ১৩। আমার কাজিনের বয়ফ্রেন্ড ওর সাথে ব্লাফ করচে, ছেলেগুলাকে ধরে পেটানো উচিত! ১৪। আমি সব ছেলেকে চিনি, সব ছেলে, একটাও মানুষ না! ১৫।

আজ অনেকক্ষণ ছাদে বৃষ্টিতে ভিজসি... ১৬। তুমি আমার সকালবেলা, তুমি সন্ধ্যাতারা; কী করে বেঁচে থাকি বলো তুমাকে ছাড়া? ১৭। আসলে ফ্রেন্ডশিপ জিনিসটা কী? তুমরা কেউ বলতা পারো, ফ্রেন্ডস? ১৮। সামনে এগজ্যাম, বাট কিচ্ছু পড়া হয় নাই, আমার এখন চুল ছিঁড়তে ইচ্ছে করতেছে! ফ্রেন্ডস, আমি এখন কী করব? ১৯। মেয়েগুলা যে কেন অ্যাফেয়ারে যায়, কিছু বুঝি না! ওরা কেন বোঝে না, লাইফে অ্যাফেয়ারই সব না? ২০।

ওহ! মেসি ছেলেটা কী সুইট! ওয়াও নাইস, অসাম! উম্মাহ...! ২১। আজকে একজন বলচে আমি নাকি কালো হয়ে গেছি! OMG! আচ্ছা ফ্রেন্ডস, আমি কি রিয়েলি কালো হইয়া গেছি?! ২২। গুড মর্নিং! সব 'ফ্রেন্ডসদের' দিনটা ভালো কাটুক! ২৩। এখন রাস্তায়... ২৪। বোরিং ক্লাস, বোরিং! আনস্মার্ট টিচার! খালি পড়া জিজ্ঞেস করে! ২৫।

আজ সারাদিন ঘুমালাম । এখন আচার খাইতেসি । অনেক টেস্ট হইসে । আমার নিজের হাতে বানানো । ২৬।

আমার এক ফেসবুক বন্ধুর নানির চাচাতো ফুফার পেটে ব্যথা, তোমরা সবাই তার জন্য প্রে করো । ২৭। নাআআআ...! আমার জ্বর...! [ প্রতিটি স্ট্যাটাসের পর ২৪ টি লাইক ও ৪২ টি জ্ঞানগর্ভ-উচ্চমার্গীয়-শিক্ষামূলক-আঁতলা কমেন্ট পঠিত বলিয়া গণ্য হইবে। ] সুত্র ; ফাচে বুক নোট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।