আমাদের কথা খুঁজে নিন

   

‘১৯৭৬ সালের পর সর্বোচ্চ উচ্চতায় চীনা রকেট’

সোমবার চীনের পশ্চিমাঞ্চলীয় সিচ্যাঙ উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেটটি ছোঁড়া হয় বলে জানিয়েছেন হার্ভার্ড –স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের জ্যোতির্পদার্থ বিজ্ঞানী জোনাথন ম্যাকডোয়েল। ১৯৭৬ সালের পর থেকে এটিই কোনো চীনা রকেটের অতিক্রম করা সর্বোচ্চ উচ্চতা বলে জানিয়েছেন তিনি। পৃথিবীর চুম্বক মণ্ডলের ওপর গবেষণার জন্য রকেটটিতে বৈজ্ঞানিক গবেষণা উপকরণ পাঠানো হয়েছে বলে জানিয়েছে চীন। আগামীতে চীন মহাশূন্যে উপগ্রহ বিধ্বংসী উপকরণ পাঠাতে একই প্রযুক্তি ব্যবহার করতে পারে বলে ধারণা প্রফেসর ম্যাকডোয়েলের, তবে এই ধারণার পক্ষে কোনো প্রমাণ নেই বলেও জানিয়েছেন তিনি। ২০০৭ সালে চীন মহাশূন্যে নিজস্ব অকেজো একটি উপগ্রহ গুলি করে উড়িয়ে দেয়। মহাশূন্যে চীনের এ প্রাযুক্তিক সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। সপ্তাহ খানেক আগে চীনের সাম্প্রতিক সামরিক অগ্রগতি নিয়ে ৮৩ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। ওই প্রতিবেদনে চীনের মহাশূন্য প্রযুক্তির ক্রমবর্ধমান সামর্থ্য বিশেষ গুরুত্ব পায়। চীনের সর্বশেষ রকেট উৎক্ষেপণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পেন্টাগনের এক মুখপাত্র।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.