নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন টানা ১০৮ ঘণ্টা ৫ মিনিট পানিতে ভেসে থাকার কথা ভাবতে পারেন? এমনটাই করে দেখিয়েছেন ১৯৭৬ সালে ক্ষিতীন্দ্র বৈশ্য নামে জগন্নাথ হলের একজন প্রাক্তন ছাত্র, যিনি ঢাবি থেকে পদার্থবিজ্ঞান ও ফলিত পদার্থবিজ্ঞান থেকে মাস্টার্স সম্পন্ন করে বেসরকারি বিমান কর্তৃপক্ষের উপ-পরিচালক এবং আরও উপরের পোষ্টে (এই মুহূর্তে মনে পড়ছে না) কর্মরত ছিলেন অনেকদিন । এই কীর্তিমান মানুষটির নামে একটি নামফলক চোখে পড়বে জগন্নাথ হলের পুকুরের পাশে । তাঁর এই অসামান্য কৃতিত্বের জন্য তিনি পেয়েছেন বহু স্বীকৃতি ও পুরষ্কার, যার মাঝে রাষ্ট্রপতির দেয়া স্বীকৃতি অন্যতম । ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের এবং জগন্নাথ হলের একজন আবাসিক ছাত্র হিসেবে এই মহান মানুষটিকে নিয়ে আমি গর্ববোধ করতেই পারি । আজ এই বৃদ্ধ বয়সেও তিনি তাঁর নেশা ছেড়ে দেন নি । এই মুহূর্তে তিনি ভাসছেন জগন্নাথ হলের পুকুরে সকাল ৮ টা থেকে, ভাসবেন টানা ১০ ঘণ্টা । যারা যারা এই ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী হয়ে থাকতে চান, তাঁরা এখনি জগন্নাথ হলে চলে আসুন । সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলার কথা এই আয়োজন । সবাইকে আমন্ত্রণ> এই সম্পর্কিত যেকোনো প্রয়োজনে আমার নাম্বারঃ ০১৭২১৮৭২৩২০ । সরাসরিঃ Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।