সবাই মিলে দেশকে ভালবাসি
মানিকগঞ্জে মানহানি মামলায় দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক ও এক প্রতিবেদকের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার মানিকগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ ইকবাল হোসেন বেলা সোয়া ১১টায় এই সমন জারির আদেশ দেন।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইসরাফিল হোসেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন, বার্তা সম্পাদক মিজানুর রহমান ভুইয়া ও প্রতিবেদক শামীম সিদ্দিকীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত পত্রিকাটির সম্পাদক, বার্তা সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে সমন জারির এ আদেশ দেন।
বাদী মামলার বিবরণীতে গত ২৫ আগস্ট দৈনিক ইনকিলাব পত্রিকায়‘ সরকার দলীয় তিন ডজন এমপি আলোচিত সমালোচিত” এই শিরোনামে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জাহিদ মালেক স্বপনের লোক হিসেবে তাকে জড়িয়ে মিথ্যা ও উদ্যেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করা হয় বলে উল্লেখ করেন। এতে তার মানহানি হয়েছে উল্লেখ করে আদালতের কাছে প্রতিকার চান।
আশরাফুল আলম লিটন, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।