আমাদের কথা খুঁজে নিন

   

দৈনিক আমার দেশ এ সর্ববৃহৎ ঝর্নার ঘোষনা ও একটি সুন্দর বিষয় নিয়ে আমাদের দ্বায়িত্বজ্ঞারহীন কর্মকান্ডের নমুনা

আমার আমিকে খুঁজি

দৈনিক আমার দেশ এ .. "দীঘিনালায় পার্বত্য জেলার সর্ববৃহত্ ঝরনার সন্ধান" শিরোনাম এ একটি খবর বেরিয়েছে। লিংক দেখুনদীঘিনালায় পার্বত্য জেলার সর্ববৃহত্ ঝরনার সন্ধান যেখানে বলা হইসে এই ঝর্না সম্ভবত দেশের বড় ঝর্না। একটা ঝর্না কে বড় বলতে হলে সাথে কিছু তথ্য ও সাপ্লাই দেয়া দরকার হয়। যেমন: এর উচ্চতা, কি পরিমান পানি প্রবাহ হয়, ইত্যাদি এবং একই সাথে এ তথ্য ও দেয়া দরকার যে এর আগে যেটাকে বড় বলা হত সেটার উচ্চতা কি কিম্বা জল প্রবাহ কেমন ইত্যাদি। যার কিছুই এই রিপোর্ট এ ছিল না।

যা বিভ্রান্তি তৈরী করছে। এম্নিতেই এই সব বিষয় নিয়ে আমাদের দেশে অনেক বিভ্রান্তি যেগুলোর কোন তথ্যভিত্তিক সমাধান করেত কেউ এগিয়ে আসেনা। যেমন বাংলাদেশের সর্ব্বোচ্চ চুড়া কোনিট কেউ নিশ্চিত তথ্যের ভিত্তিতে বলতে পারবেন? শিবোনামটা দেখে খুব খুশি হইসিলাম যে হয়ত বাংলাদেশের কেউ তথ্য প্রমান সহ বাংলাদেদেশর বৃহত্তম ঝর্না খুঁজে বের করার গুরুত্বপুর্ণ কাজটা আমাদের সবার জন্য করে ফেলেছে। কিন্তু খবরটা পড়ে হতাশ হলাম ও আরও বিভ্রান্ত হলাম। আমি দেশে সামান্য ঘুরাঘুরি করি এবং সে সুত্রে ২/৪ টা ঝর্না দেখেছি।

আর আরও ঝর্নার খোঁজ খবর ও জানি সামান্য.. ঝর্নাটার ছিব দেখে আমার কাছে এটাকে ৫০-৬০ ফুট এর মত লম্বা মনে হইসে। কিন্তু আমার জানা মতে বান্দরবান -এ প্রায় ২০০ ফুট উচ্চতার ঝর্না আছে। এমনকি আরো বড় ঝর্না ও থাকতে পারে। এই ঝর্নার তথ্য দেয়া হলে বুঝি যেত। নাকি ইউএনও সাহেবের দেখে এটাকে বড় মনে হইসে বলেই এটা বড় সেটা এই রিপোর্টারই জানেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.