আমাদের কথা খুঁজে নিন

   

চাটুকারদের জয় জয়কার সব জায়গায়

৭১ এর চেতনা বুকে জ্বলছে অবিরত

রোজার মাসে দেশে রাজনীতির মাঠ অনেকটাই নেতানো অবস্থায় থাকে, সব দলই ইফতারি পার্টির আয়োজন নিয়েই সাধারণত ব্যস্ত সময় পার করে থাকে, তাই নিউজ পেপারগুলি পুলিশের নতুন রদ বদলকে লিড খবর হিসেবে পরিবেশন করেছে দেখা যাচ্ছে, আপাত দৃষ্টিতে এটা নিছক রুটিন ঘটনা মনে হলেও সবগুলি পত্রিকা পড়ে যা মনে হয়েছে। পুলিশ কর্মকর্তা হিসেবে সুনামের সাথে কাজ করে আসলেও আইজিপি নূর মোহাম্মদকে পুলিশ সংস্কার কার্যক্রম নিয়ে কথা বলায় এডমীন ক্যাডারদের রোষানলে পড়তে হয় ফলশ্রুতিতে তার প্রস্তান না হলে তার আরও মেয়াদ ছিল আরও চার বছর পুলিশের মহাপরিদর্শক (আইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন র‌্যাবের ডিজি হাসান মাহমুদ খন্দকার। তার চামচামি করবার অসাধারণ দক্ষতা আছে বলেই মনে হচ্ছে কারণ যুগান্তরে পত্রিকায় দেখলাম নতুন আইজিপি নিয়োগকে কেন্দ্র করে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তিনজন অতিরিক্ত আইজিপিকে ডিঙিয়ে র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারকে আইজিপির দায়িত্ব দেয়ায় এ অসন্তোষ। , নতুন গ্রেডেশন তালিকার প্রথমে থাকার পরও অতিরিক্ত আইজিপি নববিক্রম কিশোর ত্রিপুরাকে আইজপি না করায় তিনি চাকরি থেকে ইস্তফা দিতে পারেন।

নতুন আইজিপি নিয়োগের সংবাদ পাওয়ার পর তিনি সোমবার দুপুরে তার স্টাফ অফিসারকে নিজ কক্ষে ডেকে এনে ইস্তফাপত্র তৈরি করার জন্য নির্দেশও দিয়েছেন। এ ব্যাপারে গত রাতে যুগান্তরের পক্ষ থেকে অতিরিক্ত আইজিপি নববিক্রম কিশোর ত্রিপুরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ মুহূর্তে কোন মন্তব্য করতে রাজি হননি। পরে সাংবাদিকদের ডেকে তিনি এ ব্যাপারে কথা বলবেন বলে জানান। দুপুর পৌনে ২টায় পুলিশের নতুন আইজি নিয়োগ ও বর্তমান আইজিপি নূর মোহাম্মদকে রাষ্ট্রদূত করার প্রজ্ঞাপন জারি হওয়ার পরই জ্যেষ্ঠতার তালিকায় শীর্ষে থাকা অতিরিক্ত আইজিপি (প্রশাসন) নববিক্রম কিশোর ত্রিপুরা দ্রুত তার স্টাফ অফিসারকে নিজ কক্ষে ডেকে পাঠান এবং তাকে একটি ইস্তফাপত্র তৈরি করতে বলেন। এরপরই তিনি আইজিপি নূর মোহাম্মদের কক্ষে গিয়ে কুশল বিনিময় করে পুলিশ সদর দফতর ত্যাগ করেন।

এরপর তিনি নিজ অফিসে আর ফিরে আসেননি। কারণ পুলিশের সর্বশেষ গ্রেডেশন তালিকায় নূর মোহাম্মদের পরেই অতিরিক্ত আইজিপি বজলুর রহমান (বর্তমানে ওএসডি), অতিরিক্ত আইজিপি নববিক্রম কিশোর ত্রিপুরা, অতিরিক্ত আইজিপি ফণীভূষণ চৌধুরী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত) ও অতিরিক্ত আইজিপি নাইম আহমেদের নাম রয়েছে। তাদের পর রয়েছে নতুন নিয়োগ পাওয়া আইজিপি হাসান মাহমুদ খন্দকারের নাম। বাংলাদেশের বারবার যে কালচার চলে আসছে অর্থাৎ শাসক দলের নেতাদের সাথে খাতির করে প্রফেশনাল neutrality ভাঙার মাধ্যমে অন্যকে ল্যাঙ মেরে উচ্চ পদ দখল করার কারিশমা উনার ভালোই আয়ত্তে আছে বুঝা যাচ্ছে। পুরা ব্যাপারটায় আরেকটা যে ব্যাপার উঠে এসেছে তা হচ্ছে মেধা তালিকায় উপরের দিকে যারা ছিলেন তাদের মধ্যে একজন আদিবাসী বা উপজাতি এবং অন্য জন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হতে উঠে এসেছেন এতোদিন আওয়ামিলীগ জোর গলায় প্রচার চালাত এই বলে যে বিএনপি সরকার সংখ্যালঘুদের প্রতি সম্প্রদায়িক বিদ্বেষ এর নীতি পরিচালনা করে এ ঘটনা হতে প্রতিয়মান হয় যে আওয়ামিলীগ এ ব্যাপারে বিএনপি হতে খুব একটা পিছিয়ে নেই, এ ঘটনা যে এখানেই শেষ হবে না কালের কণ্ঠ পড়ে ঘটনার আরও নতুন কিছু আপডেট পেলাম হঠাৎ করেই ১০ দিনের ছুটি জন্য আবেদন করেছেন পুলিশের অতিরিক্ত দুই মহাপরিদর্শক ফণী ভূষণ মজুমদার এবং নব বিক্রম কিশোর ত্রিপুরা।

গত সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজি) পদে রদবদলের পরই ছুটির আবেদন জানান দুই অতিরিক্ত আইজিপি। গতকাল মঙ্গলবার সাবেক আইজিপি নূর মোহাম্মদের বিদায় এবং নতুন আইজিপি হাসান মাহমুদ খন্দকারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানেও তাঁরা উপস্থিত ছিলেন না। তাঁদের এ ছুটি নিয়ে দুদিন ধরেই পুলিশ সদর দপ্তরে আলোচনার ঝড় বইছে। এক সময় সকল বিএসএস পরীক্ষায় মাধ্যমে সরকারি আমলা হওয়া ছিল বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার মেধাবি ছাত্র ছাত্রীর মূল লক্ষ্য কিন্তু রাজনীতিক দলগুলা বিএসস সার্ভিসকে নিজেদের চাটুকারদের খুশি করতে গিয়ে বলা যায় পুরা ব্যবস্থাকেই গলা টিপে হত্যা করে চলছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।