“আমি মুক্ত মতে বিশ্বাসি ”
আপনারা যারা বিডি জব্স এ একাউন্ট করেছেন তার জানেন সেখানে একটি বড় সমস্য 15 KB ইমেন্জ লোড করা। দেখা যায় ছাবিটির সাইজ অনেক বেশি থাকে যা সঠিক সাইজে আনা অনেক সময় কষ্ট কর হয়। সঠিক সাইজে আসলেও ছবি ফেটে যায়। যার সহজ সমাধান আজ আপনাদের দিচ্ছি। যারা জানেন ভালো, যারা না জানেন আসাকরি তাদের জন্য উপকার হবে।
১. ফটোসপ এডোবিতে ইমেন্জটি ওপেন করুন। File এ ক্লিক করুন।
২. Save for web...Click করুন বা Alt+Shift+Ctrl+S
3. Preset এর নিচের অপ্শনে GPEG GIP.........ইত্যাদি থাকে সেথান থেকে
GPEG সিলেক্ট করুন।
4. তার নিচে সাইজ হিসাবে Low, Medium, High Very High ইত্যাদি থাকে
ইচ্ছে মত সিলেক্ট করুন। প্রয়োজনে ডান পাশে অবস্থিত Quality বা Blur
পরির্তন করতে পারেন।
5. এর পর সেভ করুন। দেখবেন আপনার ইমেন্জ সাইজ অনেক কমে
যাবে।
6. Low তে কমে High বাড়ে যা বামা পশে নিচে কাজ করার সময় সো করে।
ধন্যবাদ সবাইকে
আবর অন্য দিন অন্য কিছু নিয়ে আসবো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।