আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা শহরের সমস্য এবং আমরা (পর্ব-০১) এম আই এইচ রাজন

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......

আমাদের এই ঢাকা শহরের কিছু বাস্তব কাহিনী আজ আপনাদের সামনে তুলে ধরলাম। যা আমাদের সব সময় মোকাবেলা করতে হয়। জনসংখ্যার চাপ : বাংলাদেশের প্রায় ৬৪ জেলার মানুষ এই ঢাকা শহরে থাকে। কেউ চাকুরি করার জন্য, কেউ ব্যবসা করার জন্য, কেউ পড়ালেখার জন্য এবং আরো বিভিন্ন কারনের জন্য মানুষ ঢাকা শহরে বাস করে। আর এর কারনে ঢাকা শহরে জনসংখ্যার চাপ ধীরে ধীরে বাড়তে লাগল।

ঢাকা শহরও হারাতে থাকে তার পরিবেশ। বর্তমানে ঢাকা শহরে বসবাস করার মত পরিবেশ নাই বললে চলে একমাত্র অধিক জনগনের কারনে। লোডশেডিং : শীত কালেও বিদ্যুৎ আমাদের সাথে খেলাধুলা করে থাকে মানে আসা যাওয়ার মধ্যে থাকে। আর গরম কালেতো বিদ্যৎ যায়না মাঝে মধ্যে আসে। এটা নিয়ে ভাবতে ভাবতে অবশ্য বাংলাদেশ সরকারের অনেক ঘাম ঝরাতে হয়েছে।

ফলাফল যে লাউ সে কদু। গ্যাস : দুপুরের খাবার রাত্রে খেতে হয়। তার মানে বুঝলেন আমাদের গ্যাস অনেক মজুত আছে। গ্যাস আসা যাওয়া করতে থাকলে অনেক সময় খাবারের অবস্থা একেবারে নাজেহাল হয়ে যায়। পানি : বিশুদ্ধ পানি কখনও আপনি ঢাকা ওয়াসার কাছ থেকে পাবার আশা করবেন না।

কিন্তু বিশুদ্ধ পানি দূরে থাক আপনি কেচো মেশানো অসুদ্ধ পানিও পাওয়া মুশকিল। বাথরুমে গেলে আপনি শরীরে সাবান মাখলে দেখবেন পানি উদাও হয়ে গেছে। তখন আপনি ওয়াসার সদস্যদের কাছে পাইলে কি করতে ইচ্ছে করবে জনাব? বিশুদ্ধ পানিতো আমাদের কাছে একেবারে সোনার হরিণ। এটা নিয়ে অবশ্য ওয়াসার এত চিন্তা নেই, তাই টেনশন টা আপনি নিজেই লন। বন্যা : হালকা বৃষ্টি হলেই আপনি ঢাকার রাজপথে নৌকা নিয়ে চলতে পারবেন।

এর ফাঁকে আপনার ফ্রি নৌভ্রমনটাও হয়ে যাবে। আর অফিসটাও ফাঁকি দিয়ে ভুনা খিচুড়ী খাবেন বাসায় বসে। শেষে ধন্যাবাদ দিবেন ডি সি সি কে। পরের দিন অফিসে গিয়ে অজুহাত দেখাবেন জলাবদ্ধতার কারে আসতে পারি নাই। ময়লা আবর্জনা : বিনা পয়সায় সুগন্ধি পেতে চান, নো চিন্তা।

কারন ঢাকা শহরের ময়লা আবর্জনাগুলো দিনের পর দিন পড়ে থাকে রাস্তার আসে পাশে, এবং পঁচতে থাকে। আর এখান থেকে পঁচা দূরগন্ধগুলো বাতাসের সাথে মিশে মানুষের শ্বাস-নিশ্বাস করার সময় দেহে প্রবেশ করে অনেক ক্ষতে করে। ম্যানহোল : আমাদের ঢাকার রাজপথের অনেক ম্যানহোল ঢাকনা খোলা অবস্থায় থাকে। এর ফলে অনেকে প্রাণ হারিয়ে ছিল। কিছুদিন আগে আমার নিজের দেখা মতিঝিলে মধুমিতা সিনেমা হলের সামনে একটা ঢাকনা খোলা ম্যানহোলে পড়ে এক নিরীহ পথিক প্রাণ হারায়।

বন্যার সময়তো প্রায় সব ম্যানহোলের ঢাকনা খুলে দেওয়া হয়, এতে করে সব ময়লা পানি এবং বৃষ্টির পানি এক হয়ে যায়, তাতেই পরিবেশের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এসব সমস্যগুলো ডিসিসি দেখেও না দেখার অবস্থায় রয়েছে। বিঃদ্রঃ বাকী সমস্যগুলো অন্য পর্বে দিব। ভালো থাকুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.