" যেভাবে নীল আকাশে
ছায়াতে আছি দু'জন
- সেভাবেই হৃদয় ভরে
শুনে যাই কুহুর কুজন...
সে ছবি এই জীবনের সঙ্গে নিলাম !"
"Having a sister is like having a best friend you can't get rid of. You know whatever you do, they'll still be there. "
আজ দুপুরবেলা বাসে করে ফার্মগেট থেকে যাচ্ছি উত্তরা। জরুরী কাজে। রাস্তায় প্রচুর জ্যাম। কম করে হলেও আমার উত্তরা যেতে সময় লাগলো দুই ঘন্টা। এই দুই ঘন্টা আমি সীটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম!মুহুর্তেই গভীর ঘুমে তলিয়ে গেলাম এবং দারুন একটা স্বপ্ন দেখলাম!
স্বপ্নটা অনেকটা এই রকম - আমি একটা রেলষ্টেশনে এক গাদা অর্কিড ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছি।
রেলষ্টেশন টা দেখতে কি মায়াময়!ইচ্ছা করলো সারা জীবন এই খানেই থেকে যাই। আমি রেলষ্টেশনে পায়চারি করছি,আমার চোখে মুখে রাজ্যের গভীর উৎকন্ঠা। যদি সে না আসে !
আমি ষ্টেশনে অপেক্ষা করছি নীলা আপা'র জন্য। আমার নীলা আপা'র জন্য। গতকাল বিকেলে নীলা আপা'র জন্য মন খুব খারাপ ছিল।
রাস্তায় পাগলের মতো হাঁটছিলাম। আমার নীলা আপা'র জন্মদিন,আর আমি আমার আপাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারব না!ছোট একটা ভুল করে আমি আমার নীলা আপাকে হারিয়ে ফেলেছিলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে আকাশের দিকে বার বার তাকাচ্ছিলাম। আসলে ঈশ্বর কে খুঁজতে ছিলাম। কোনো এক রহস্যময় কারনে আমার চোখ থেকে পানি পড়ছিল।
(ইদানিং আমার চোখে অল্পতেই আমার চোখে পানি চলে আসে!)
কত মানুষ নামছে!কত মানুষ উঠছে!কিন্তু আপাকে দেখছি না। আমার নীলা আপাকে!আমি পাগলের মতো প্লাটফরমের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছোটাছুটি করছি। আমার হাত থেকে একটি একটি করে অর্কিড ঝড়ে পড়ছে। আমার সেদিকে কোনো খেয়াল নেই। এক আকাশ অস্থিরতায় আমার হাত-পা কাঁপছে।
অবশেষে পেয়ে গেলাম আপাকে। আমার নীলা আপাকে!আপা হাসি মুখে দু'বাহু মেলে দিয়ে চোখের ইশারায় আমাকে বুকে টেনে নেয়। আমি সব ফুল ছুঁড়ে ফেলে দিয়ে জড়িয়ে ধরলাম আপাকে। আমার নীলা আপাকে!
Sister, sister
save my soul
sister, sister
don't leave me alone.
Sister, sister
don't let go
sister, sister
stay with me.
Sister, sister
please forgive me
sister, sister
don't try to save me.
sister, sister
please, don't forget me.
" কারার ঐ লৌহ -কপাট/ভেঙ্গে ফেল,কর,রে লোপাট রক্ত-জমাট/শিকল-পূঁজোর পাষান- বেদী!/ওরে ও তরুন ঈশান!/বাজা তোর প্রলয়- বিষান!/ধ্বংস নিশান/উঁড়ুক প্রাচীর,প্রাচীর ভেদি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।