আমাদের কথা খুঁজে নিন

   

গোপালগঞ্জের অসুস্থ ৬ ছাত্রী খুলনা হাসপাতালে

মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে তাদের খুলনা পাঠানো হয় বলে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে।
এরা হল মাফিয়া চৌধূরী, ঋতু বালা, প্রতিভা, সুমাইয়া, তাহেরা ও শ্রাবণী।
আরো কয়েকজন এখনো গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টিফিন খেয়ে অন্তত দুইশ’ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের মধ্যে ৯৭ জনকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

এরমধ্যে ৮২ জন শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি  ফিরেছে।
এ ঘটনার পর টিফিন সরবরাহকারী বেকারীকে রিকে জরিমানা করা হয়।
এদিকে, স্কুলে ক্লাস চললে ও টিফিন সরবরাহ বন্ধ রয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক মো. ইমরান আলী বলেন, আতঙ্ক কেটে স্কুলে স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হয়েছে।
খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ৬ শিক্ষার্থীর সঙ্গে তিনি আছেন বলেও জানান।


গোপালগঞ্জের সিভিল সার্জন আসাদ উজ্জামন ৬ ছাত্রীকে খুলনা পঠোনোর কথা স্বীকার করে বলেন, অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। যারা ভর্তি আছে তারাও সুস্থ হয়ে উঠছে।
এদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বৃহস্পতিবার সবাই ছাড়া পাবে বলেও তিনি জানান।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.