আমাদের কথা খুঁজে নিন

   

গাণিতিক জুক্স [দ্যা লিজেন্ড অব গন্তু মিয়া] - ১

আলো নয় আধার খুজি ,সত্যের জন্যে নয় মিথ্যের বিরুদ্ধে যুঝি।
এ গল্প গন্তু মিয়ার,দ্যা গ্রেট গ্রেট গন্তু মিয়া। ইনিই সেই বিশিষ্ট গণিতজ্ঞ, গণিতবিদ গন্তু মিয়া যিনি জন্মের পর ওয়া ওয়া বলিয়া কাঁদিবার পূর্বেই ১ হইতে অসীম পর্যন্ত গুনিয়াছিলেন। যিনি প্রথমবার 'মা' বলিবার পূর্বেই 'আলফা' বলিয়া চিৎকার করিয়াছিলেন। যিনি তার প্রথম এবং একমাত্র প্রেমিকাকে ফুল দেয়ার আগে 'polynomial ring' উপহার দিয়াছিলেন (যদিও পরবর্তিতে ধোলাই খাইয়া স্বর্নের ring ই দিয়াছিলেন)।

যিনি তার স্ত্রী কতৃক চাইনিজ রেস্টুরেন্ট হইতে আণীত অবশিষ্ট খাবারের উপর 'চাইনিজ রিমেইন্ডার থিওরেম' প্রয়োগ করিয়া আবিস্কার করিয়াছিলেন তার স্ত্রীর গোপন পরকীয়ার খবর এবং অতঃপর স্ত্রীকে n-তালাক দিয়াছিলেন। এবং তিনি গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে উহা আদালতে প্রমান পর্যন্ত করিয়াছিলেন (যদিও বিচারক তাহাকে সাময়িকভাবে মানসিক চিকিৎসা গ্রহনের নির্দেশ দিয়াছিলেন)। আমরা এই সিরিজে প্রবাদপুরুষ গন্তু মিয়ার ঘটনাবহুল জীবনের কিছু কিছু ঘটনার উপর আলোকপাত করিব ১। দেশের যাবতীয় গণিত শিক্ষা শেষ করিয়া গন্তু মিয়া তখন প্লেনে করিয়া বিলেত যাইতেছিলেন। ঢাকা হইতে লন্ডনের ভ্রমনকাল ১০ ঘন্টা।

প্লেন উড্ডয়নের কিছুক্ষন পর পাইলটের ঘোষনা শোনা গেল 'যান্ত্রিক গোলযোগের কারনে আমাদেরকে একটি ইঞ্জিন বন্ধ করিয়া দিতে হইয়াছে,তবে এতে বিচলিত হইবার কিছু নাই শুধুমাত্র আমাদের ভ্রমনকাল কিছুটা দীর্ঘায়িত হইয়া ১১ ঘন্টা হইবে'। ঘন্টাখানেক পর আবারো পাইলটের ঘোষনা 'যান্ত্রিক গোলযোগের কারনে আমাদেরকে আরো একটি ইঞ্জিন বন্ধ করিয়া দিতে হইয়াছে,তবে এতে বিচলিত হইবার কিছু নাই শুধুমাত্র আমাদের ভ্রমনকাল কিছুটা দীর্ঘায়িত হইয়া ১৩ ঘন্টা হইবে'। কিছুক্ষন পর আবার ঘোষনা এল 'যান্ত্রিক গোলযোগের কারনে আমাদেরকে তৃতীয় ইঞ্জিনটি বন্ধ করিয়া দিতে হইয়াছে,তবে এতে বিচলিত হইবার কিছু নাই একটা ইঞ্জিন সচল লইয়াও আমরা ১৭ ঘন্টার মধ্যে গন্তব্যে অবতরন করিতে পারিব'। এমতাবস্থায় গন্তু মিয়া লক্ষ্য করিলেন তার পাশের সিটে বসা ভদ্রমহিলা ভয়ে থর থর কাপিতেছেন এবং রাম নাম জপিতেছেন। গন্তু মিয়া জ্ঞানী জ্ঞানী স্বরে আশ্বস্ত করিলেন 'আরে ভয় পাইবার কি আছে? এ তো সাধারন গণিত, শেষ ইঞ্জিনটিও যদি বন্ধ হয়ে যায় তবুও আমরা ২৫ ঘন্টার মধ্যে গন্তব্যে পৌছাইয়া যাইব'।

২। একদা গন্তু মিয়া কোন এক সমুদ্র সৈকতে বেড়াইতে যাইয়া অসংখ্য লোকজনকে উদোম গায়ে বালিতে বসিয়া রোদ পোহাইতে দেখিয়া বড়ই বিস্মিত হইলেন। তিনি এক ইংরজকে ধরিয়া জিজ্ঞাসা করিলেন- why do you people sit on the beach for hours under the scorching sun? - to get tan what?? what sort of a fool needs to burn in the sun to get tan? just devide the sine by cosine ৩। গন্তু মিয়া অর্থ সংকটে পড়িয়া এক bar এ চাকরি নিলেন। একদিন বারের দারোয়ান চিৎকার করিয়া জানাইল 'অগনিত গণিতবিদদের একটি দল এদিকেই আসিতেছে'।

গন্তু মিয়া অগনিত(অসীম) গণিতবিদকে দরজা দিয়া প্রবেশ করিতে দেখিলেন,তারা একে একে গন্তু মিয়ার দিকে অগ্রসর হইতে লাগিল। প্রথমজন ১ গ্লাস মদ অর্ডার করিল,২য় জন ১/২ গ্লাস,৩য় জন ১/৪ গ্লাস। ৪র্থ জন অর্ডার করিতে আসিলে গন্তু মিয়া শুধাইল 'আরে আর বলিতে হইবে না আমি বুঝিয়া ফেলিয়াছি,তোমাদের সকলের মোট ২ গ্লাস হইলেই চলিবে'। ৪। বারের চাকরিখানা হারাইবার পরে গন্তু মিয়া একটি রেস্টুরেন্টে চাকরি নিলেন।

একদিন তিনি শেফকে রান্নায় সাহায্য করিতেছিলেন। শেফ বলিলেন 'গন্তু একখানা পাত্র নাও অতঃপর তাহার মধ্যে ২/৩ অংশ পানি নাও,১/৩ অংশ আটা নাও, ১/৩ অংশ চিনি নাও......' গন্তু বাধ সাধিয়া বলিল 'কিন্তু ইহা কিরুপে সম্ভব?? পানি,আটা,চিনিতেই তো পাত্রের ৪/৩ অংশ পূর্ণ হইয়া যাইতেছে' শেফ রাগত স্বরে উত্তর দিলেন 'আরে বোকা! জায়গা না হইলে বড় পাত্র নাও'। ৫। একদিন গন্তু মিয়া রাস্তা দিয়া যাইতেছিলেন এমতাবস্থায় দেখলেন দুইটি বালক তার দিকে দৌড়াইয়া আসিতেছে। প্রথম বালক বলিল 'আপনি নাকি অনেক জ্ঞানী?'দ্বীতিয় বালক 'অবশ্যই জ্ঞানী,বিশ্বাস না হইলে প্রশ্ন করিয়া দেখ্‌ '।

১ম বালক 'বলেন তো 'general calculus' কে?' গন্তু মিয়া সদর্পে বলিতে লাগিলেন 'জেনারেল ক্যাল্কুলাস হইল গণিতের সেই শাখা যে.........'। ১ম বালক 'ধুরো বোকা! 'জেনারেল ক্যাল্কুলাস' হলেন প্রাচীন রোমান সেনাপতি' **সকল কৌতুক সংগৃহীত
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।