রাজারহাট নিউটাউনের নাম আগামী ১লা অক্টোবর থেকে হচ্ছে জ্যোতি বসু নগর। সম্প্রতি হিডকোর বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এই নগরীতেই থাকবে প্রয়াত জননেতা জ্যোতি বসুর নামাঙ্কিত জ্যোতি বসু শিশু উদ্যান। বসানো হবে জ্যোতি বসুর মূর্তি। এছাড়াও ১লা অক্টোবর থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত এই উপলক্ষে চলবে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান।
গত ২৫শে আগস্ট পশ্চিমবঙ্গের আবাসনমন্ত্রী গৌতম দেব এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন। গত ১৭ই জানুয়ারি জীবনাবসান হয় ভারতীয় উপমহাদেশের কিংবদন্তী কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর। দীর্ঘ সাড়ে ২৩বছর ধরে একটানা তিনি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
গৌতম দেব জানান, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নেতৃত্ব দান, উৎসাহ, অংশগ্রহণ, বিভিন্ন কাজে তাঁর উল্লেখযোগ্য অবদানের কথা স্মরণ করেই দেশের মধ্যে অন্যতম নগরী রাজারহাট নিউটাউনের নামকরণ প্রয়াত জননেতা জ্যোতি বসুর নামে হচ্ছে। তাঁর নামাঙ্কিত পার্ক এবং তাঁর মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধনে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্টের নেতা, কংগ্রেস নেতা, শিল্পী, সাহিত্যিক, খেলোয়াড়সহ সর্বস্তরের বিশিষ্টদের আমন্ত্রণ জানানো হবে।
আমন্ত্রণ জানানো হবে রেলমন্ত্রী মমতা ব্যানার্জিকেও।
প্রসঙ্গত, বর্তমানে কলকাতার উপনগরী হিসাবে রয়েছে বিধাননগর(সল্টলেক), যা ইতোমধ্যেই সম্পৃক্ত। কলকাতা মহানগরীর ক্রমবর্ধমান জনসংখ্যা র চাপ মোকাবিলা করতে শহর-লাগোয়া এলাকায় বেশ কয়েকটি উপনগরী গড়ে তোলার পরিকল্পনা হয়েছিল জ্যোতি বসুর আমলেই। উত্তর ২৪ পরগণা জেলার রাজারহাটে নিউটাউন, হাওড়াতে ওয়েস্ট ক্যাআলকাটা টাউনশিপ, হুগলীর ডানকুনি, দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে উপনগরী গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়। বর্ধমান শহরের বাইরে জাতীয় সড়ক লাগোয়া এলাকায় উল্লাস উপনগরী এবং উত্তরবঙ্গের শিলিগুড়ির উপকন্ঠে পরিত্যক্ত চা বাগান চাঁদমণিতেও একটি উপনগরী গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয় তাঁর আমলেই।
আন্তর্জাতিক মানের উপনগরী রাজারহাট নিউটাউন বিধাননগরের তুলনায় তিন গুণ বড় আয়তন নিয়ে গড়ে উঠছে। এই উপনগরীর পরিকল্পনা, জমি অধিগ্রহণ, জমিদাতাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনসহ প্রতিটি ক্ষেত্রে জ্যোতি বসুর পরামর্শ পাথেয় হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।