আমাদের কথা খুঁজে নিন

   

রাজারহাট উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন ও ভাইস চেয়ারমান পদে ৭ জনের মনোনয়ন দাখিল




প্রহলাদ মন্ডল সৈকত, দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ২ ফেব্রুয়ারী মনোয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ছিল। এই দিনে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন।
২ ফেব্রুয়ারী মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে রাজারহাট উপজেলা চেয়ারম্যান পদে বিএনপির আবুল হাশেম সরকার, রংপুর বিভাগীয় আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং স্থানীয় চাকির পশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (বর্তমান উপজেলা চেয়ারম্যান) আবুনুর মোঃ আক্তারুজ্জামান, পাঁঙ্গা রাজার উত্তরসুরী বলে পরিচিত রনবীর চন্দ্র কোঙর এবং রাজারহাট ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হক প্রতিদ্বন্ধী হিসেবে মনোনয়ন জমা করেছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বিএনপির (বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান) আব্দুস সামাদ সরকার ধনী, রহিম বাদশা, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আশিকুর রহমান সাবু , উপজেলা জামায়াতের সেক্রেটারী কফিল উদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে (বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান) সাজেদা বেগম, কোরাইশি লায়লা ও যুবলীগ নেতা আবুবক্করের স্ত্রী ইয়াছমিন বেগম মনোনয়নপত্র জমা দেন বলে সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় থেকে জানা যায়।#

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।