আমাদের কথা খুঁজে নিন

   

ফিতরা আসলে কত................?



ফিতরা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) একেক সময়ে একেক ধরনের ঘোষণায় মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা বিভ্রান্তি। তারা প্রথমে বলেছে ফিতরা হবে জনপ্রতি ১০০ টাকা। পরে আবার ঘোষণা দিয়েছে ফিতরা হবে সর্বনিম্ন ৪৫ টাকা আর সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা। এসব ঘোষণায় মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তারা বলছেন, আসলে ফিতরা কত? ফিতরা গম দিয়ে আদায় করলে এক ‘সা’র অর্ধেক বা এক কেজি ৬৫০ গ্রাম গম বা এর সমপরিমাণ মূল্য দিয়ে আদায় করতে হবে।

এই হিসাবে ফিতরা হবে ৪৫ টাকা। খেজুর, পনির, কিশমিশ এসব দিয়েও ফিতরা আদায় করা যায়। এক্ষেত্রে দিতে হবে এক ‘সা’ বা ৩ কেজি ৩০০ গ্রামের দাম। হাদিস শরিফ এবং ফিকাহর কিতাবগুলোতে সদকায়ে ফিতরের ন্যূনতম পরিমাণ নির্ধারণী মাপকাঠি ধরা হয়েছে নিসফে সা (এক কেজি ৬৫০ গ্রাম) গম/আটা অথবা এক সা (৩ কেজি ৩০০ গ্রাম) খেজুর/কিশমিশ। আটার বর্তমান বাজারদর হিসেবে সদকায়ে ফিতরের ন্যূনতম পরিমাণ হয় ৪৫ টাকা।

তবে কোনো বিত্তশালী যদি বেশি দিতে ইচ্ছুক হন তাহলে বর্তমান বাজারদর হিসেবে ৩ কেজি ৩০০ গ্রাম কিশমিশের মূল্য অর্থাত্ আনুমানিক ১ হাজার ১৫৫ টাকাও দিতে পারেন। কেউ ইচ্ছা করলে নির্ধারিত ৪৫ টাকার সমপরিমাণ চাল দিতে পারেন। এ প্রসঙ্গে মুফতি আমিনী বলেন, বর্তমান ইসলামিক ফাউন্ডেশন আওয়ামী ফাউন্ডেশনে পরিণত হয়েছে। এর মহাপরিচালক একজন কবর পূজারি ব্যক্তি হিসেবে চিহ্নিত। তছাড়া বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা সালাহ উদ্দিনও বিতর্কিত এক পীরের অনুসারী।

তারা ইসলামকে ধ্বংস করে বাদশা আকবরের সময়ের মতো ‘দ্বীনে ইলাহী’ আদতে আওয়ামী ইসলাম প্রতিষ্ঠা করতে চাইছেন। এসব কারণে সাধারণ ফিতরার পরিমাণ নিয়েও মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। অতীতে সবসময়ই গমের দাম অনুযায়ী ফিতরা নির্ধারণ হয়েছে এবং মানুষ সে হিসেবে ফিতরা আদায় করেছে। এদিকে ইফার সহকারী জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বেলা ১টা ৩০ মিনিটে ওলামা মাশায়েখদের একটি সভা ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় এবারের সাদাকাতুল ফিতরার সর্বনিম্ন পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম গমের দাম হিসেবে ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

যারা খেজুর, যব বা কিশমিশ দিয়ে ফিতরা দিতে চাইবে তারা সে হিসেবে ফিতরা আদায় করতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৬ আগস্ট দেশের প্রধান খাদ্য চালের দাম বিবেচনায় ফিতরার মরিমাণ ১০০ টাকা ঘোষণা করা হয়েছিল। কেউ ইচ্ছা করলে ১০০ টাকা করে দিতে পারবেন। তবে এ বছর ফিতরার সর্বনিম্ন পরিমাণ ৪৫ টাকা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.