আমাদের কথা খুঁজে নিন

   

ফিতরা নিয়ে ফাজলামি



এবারের রোজায় প্রথমে ফিতরা ১০০ টাকা নির্ধারণ করে ইসলামিক ফাউন্ডেশন। এটা নাকি ৩ কেজি চালের দাম সমতুল্য। খুবই ভাল কথা। কিন্তু আজকের পত্রিকা পড়ে তো একেবারে থ বনে গেলাম। সর্বনিম্ন ফিতরা নাকি ৪৫ টাকা।

আবার অন্য নিয়মে ৩ কেজি ৩০০ গ্রাম খেজুর, কিচমিচ, পনির, যবের দামও নাকি ফিতরা হিসাবে দেয়া যায়। সেই হিসাবে পনিরের হিসাব করলে ফিতরা হতে পারে ১৩৩০ টাকার মত (প্রতি কেজি পনির ৪০০ টাকা হিসাবে)। ইসলামী ফাউন্ডেশনের আলেম(!)দের কাছে প্রশ্ন, আপনাদেরকে সর্বনিম্ন ফিতরা প্রকাশ করতে কেডা কইছিল? নিশ্চয়ই সরকার ১০০ টাকা দেইখা বিব্রত হইছিল? কারণ ফিতরার সাথে ইনফ্লেশনের একটা সম্পর্ক আছে। এইটা সরকারের ব্যর্থতা হয়ে দাড়ায়। এখন তাইলে বলুন যে সর্বোচ্চ ফিতরা ১৩৩০ টাকা।

কিচমিচের দাম কত জানিনা। এটা ধরলে ফিতরা আরও বাড়তে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.