বেশ কয়েক বছর আগেও চট্টগ্রামে ঢাকার মত এত শপিং মল ছিলনা। সত্যি কথা বলতে গেলে কোনো শপিং মলই ছিলনা। মাত্র ৬/৭ বছর আগে আমিন সেন্টার এর মাধ্যমে এই যাত্রা শুরু। এর কয়েক বছর পর হয় স্যানমার ওসান সিটি। এবার চট্টগ্রামে এসে পেলাম আফমি প্লাজা।
এখনও হাতেগোনা কয়েকটি হলেও শপিং মল এর সংখ্যা চট্টগ্রামে দ্রুতই বাড়ছে। নির্মান কাজ চলতে থাকা শপিং মলগুলো সেই ইঙ্গিত দেয়। ঢাকার বসুন্ধরা শপিং সেন্টার এর পর দশটি দেশি বুটিক এর চমৎকার আয়োজন দেশি দশ এই মাসে চট্টগ্রামেও তাদের পসড়া সাজিয়েছে। সদ্য যাত্রা শুরু করা আফমি প্লাজার ৫ম তলার পুরো ফ্লোর নিয়ে তাদের আয়োজন।
সবকিছু দেখে মনে হচ্ছে চট্টগ্রামে ভালোই রং লেগেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।