সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে উপকূলীয় জেলাগুলোতে কর্মরত সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করে তাদের কর্মস্থলে উপস্থিত থাকতে বুধবার দুপুরে নির্দেশ দেয় মন্ত্রণালয়।
নির্দেশনা জারির পর তা উপেক্ষা করায় ওই তিন প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে বলে বিকেলে যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওই তিন কর্মকর্তা হলেন- খাগড়াছড়ি সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহনেওয়াজ, ভোলার উপ-বিভাগীয় প্রকৌশলী বিমল চন্দ্র মিস্ত্রি এবং কক্সবাজার সড়ক বিভাগের চকোরিয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী জিএম শরীফুল রনী।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫ এর ১১(১) বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।