আমাদের কথা খুঁজে নিন

   

বিড়াল কাহিনী ! বড় বিলাই প্রভাবিত পোস্ট

পাখি উড়ে গেছে,,,...
আমার খুব প্রিয় একটি পোষা প্রানী হচ্ছে বিড়াল। শুধু তাই নয়, ছোট বেলা কোথায় বেড়াতে গিয়েছিলাম আর বিড়ালের বাচ্চা দেখে বাসায় আনার জন্য কান্না কাটি শুরু করেছিলাম .... সে এক বিশাল কাহিনী। পশু-পাখির মধ্যে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়তার দিক দিয়ে পাখির পরে আসে বিড়ালের নাম। ন্যাশনাল জিওগ্রাফির জরিপে দেখা গেছে, পৃথিবীতে প্রানী পোষ্যদের মধ্যে ২৭ জনই পাখি পোষে, ৩৩ জন পোষে কুকুর আর ৪০ জনই বিড়াল পোষে। প্রাচীন কাল থেকেই বিড়ালের বসবাস।

পুষি বা মেনি বিড়ার সবাই ভালবাসে । অন্য প্রানীর তুলনায় বিড়াল মানুষে সান্নিধ্য পায় বেশি। বিভিন্ন দেশে বিড়ালের নামও ভিন্ন ভিন্ন । যেমন তামিল ভাষায় 'পুশি' , হিন্দিতে 'বিল্লি', পারস্য ভাষায় 'পুষি', এবং ইংরেজরা বলে থাকে 'পুষ'। বিড়ালের আদি বংশধর ছিল গুইসাপের ন্যায় বিশাল আকারের লম্বা পা যুক্ত এক ধরনের মাংসাশী হিংস্র প্রানী, যার উচ্চতা ছিল প্রায় ১০/১৫ ফুট।

বৈঙ্গানিক নাম 'কেরাটোসরাস' । এই কেরাটোসরাস নানা পরিবর্তন হয়ে বিড়ালের আকার ধারন করে। প্রাচীন মিসরে বিড়াল ছিল দেবীর আসনে। মিসরীয় দেবী পাস্টারের মাথা ও মুখ ছিল বিড়ালের মত। পৃথিবীতে ভিবিন্ন প্রজাতির বিড়াল দেখা যায়।

প্রজাতি হিসাবে বন বিড়ার, অ্যাঙ্গেরা, মার্গে, ওসিলেট, মাছ শিবার ইত্যাদি। এক সম/য় গ্রেট ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড , পুল্যান্ড, হাঙ্গেরি, রাশিয়া, তুরশ্কে বন বিড়াল দেখা যেত। গিনেস বুক অব রেকর্ডে বিড়ালের স্থান আছে। 'টাবিথা' নামের একটা বিড়াল বোয়িং ৭৪৭-এ করে এক নাগাড়ে ১২ দিন ভ্রমন করেছে । এসময় সে উড়েছে ৩০ হাজার মাইলেরও বেশি পথ।

অস্ট্রেলিয়ার টমাস ভাইস নামের এক লোকের 'হিমি' নামে একটি পোষা বিড়াল ছিল । বিড়ালটি এতই ভোজনরসিক ছিল যে অতিরিক্ত খাবার খাওয়ার কারনে তার উজন(Heaviest cat ) হয়েছিল ২১ কেজি ৩০০ গ্রাম। মিলিয়নিয়ার বেনরে তার বিপুল সম্পত্তি উইল করে গিয়েছিলেন তার পোষা বিড়াল ব্লাকি(Richest Cat ) কে । যে সম্পত্তির পরিমান ছিল ১৫ মিলিয়ন পাউন্ড। ইংল্যান্ডের গ্লিনটারিটি ডিস্টিলারি লিমিটেট এর চেয়ারম্যানের পোষা বিড়াল 'টাউজার'(Best Mouser ) মৃত্যুর আগপর্যন্ত ২৮ হাজার ৮৯৯ টি ইদুর নিধন করে ছিল ।

১৯৯১ সালে বিলক্লিনটনের আরকানসাসের প্রতিবেশি 'সকস' নামের বিড়ালকে বিপদ থেকে উদ্ধার করে পেয়েছিলেন বিরাট খ্যাতি। ওই সাল থেকে প্রতি সাপ্তাহে ওই প্রতিবেশী পাওয়া শুরু করে ৭৫ হাজার চিঠি ও পার্সেল।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.