বুধবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া ঘূর্ণিঝড় ‘মহাসেন’ বাংলাদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কায় ঢাকা সেনানিবাসস্থ প্রধানমন্ত্রীর কার্যালয় ও সশস্ত্র বাহিনী বিভাগে সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র ও মনিটরিং সেল খোলা হয়েছে।
ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্য পাওয়ার সুবিধার্থে এবং যে কোন ধরনের প্রয়োজনে ০২-৯৮৩৪৩৫৮ নম্বর ফোন, ০২-৯৮৩৪৩৯৯ ফ্যাক্স এবং ০১৭৬৯০১৪৩১৪ নম্বর মোবাইলে সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় ‘মহাসেন’ আরো উত্তর-উত্তরপূর্ব দিকে সরে বাংলাদেশ উপকূলের ৮০০ কিলোমিটারের মধ্যে চলে আসায় চট্রগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ইতোমধ্যে সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।