আমার দেশের ধণ পরীদ্বয়,
খাচ্ছে কুঁড়ে দেশ জাতিময়।
তাদের কথায় আমরা আজি,
যাত্রা পালার পুতুল সাজি।
সারাটা ক্ষণ নেচে খেলে,
ভাগ্যে মোদের শূণ্য ঝুলে।
এই পরীদ্বয় এই দেশেতে,
থাকলে পরে দেশ-দেশান্তে,
আমরা হব কাল গ্রহ আর
কুল লক্ষীর ভীন জানোয়ার।
পরী দিয়ে হবে কি আজ,
মোদের আছে বিমান জাহাজ।
পরীর ডানা ভেঙ্গে মোরা,
আনব আবার সুখের ধারা।
আনব মোরা জিনের জাতি,
পূণ্য করতে দেশের খ্যাতি।
পরীর ডানায় ভেসে ভেসে,
ভাসছে স্বদেশ আকাশ ঘেষে।
সেখান থেকে দেশ পাতালে,
আনতে হবে পরী দলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।