হাঁ, সেটাই হতে যাচ্ছে । বর্তমান বিভিন্ন ইস্যুতে বিএনপিকে আবারও জোর সমর্থন দিতে যাচ্ছে জামাত। দুইপক্ষের শীর্ষ নেতারা এ বিষয়ে প্রায় একমত। আগামী একমাসের মধ্যেই দুই দলকে সমান্তরাল - প্যারালাল কর্মসূচি দিতে দেখা যাবে। তারপর চাঙগা হয়ে উঠবে চারদলীয় জোট।
শুরু হবে আবার সরকার হটাও আন্দোলন।
খালেদার সেনানিবাসের বাড়ি, যুদ্ধাপরাধী ইস্যু , পিলখানা হত্যাকান্ড, বিদ্যুত, পানি- এডুলোই আপাতত: ইস্যু। এরপর মিছিল করতে গিয়ে কর্মী
মারা গেলে শুরু হবে বড় আন্দোলন।
এছাড়া পাকিস্তানের সোয়াতে জংগীবাদীদের বিজয় কে বড় তকমা হিসেবে
দেখছে জামাত। তারা মনে করে এভাবে বাংলাদেশেও তাদের বিজয় হবে
একদিন না একদিন।
এজন্য তারা কোন কোন জেলাকে টার্গেট ও করে রেখেছে।
সব মিলিয়ে একটা সংকটের দিকেই এগুচ্ছে বাংলাদেশ।
শেখ হাসিনার সরকার সৌদী আরবের বাদশাহর আশীর্বাদ পাবার পর
এসব মোকাবেলায় কি কি সংযোজন - বিয়োজন করে , তাই এখন দেখার
বিষয়।
ছবি - রাডি স্লাভ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।