আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে দুই স্ত্রীর অত্যাচারে স্বামীর আত্মহত্যা

দুরন্ত পথিক

ঢাকা, ২৭ আগস্ট (শীর্ষ নিউজ ডটকম): দুই স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাজু সর্দার (২৫) নামে এক স্বামী আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রামপুরায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজু সর্দার ৩ বছর আগে ইসমত আরা রজনীকে বিয়ে করে। তাকে তালাক না দিয়ে ৭ মাস আগে দ্বিতীয় বিয়ে করে সে। দ্বিতীয় স্ত্রীর নাম ইমু।

স্বামীর দ্বিতীয় বিয়ের পর দুই স্ত্রীর মধ্যে বনিবনা হয়নি। কয়েকদিন আগে প্রথম স্ত্রী রজনী তার ৪৫১/২, রামপুরার বাসা থেকে রাজুকে বের করে দেয়। পরে রাজু দ্বিতীয় স্ত্রী ইমুর কাছে চলে যায়। কয়েকদিন সে সেখানে অবস্থান করে। শুক্রবার সন্ধ্যায় আবারো রজনীর বাসায় ফিরে আসে রাজু।

প্রথম স্ত্রীর বাসায় যাওয়ার সংবাদ পেয়ে ইমু রাজুকে মোবাইলে ফোন করে। এ সংবাদে প্রথম স্ত্রী রজনী ক্ষিপ্ত হয়ে উঠে। সে তাৎক্ষণিক ঘটনাটি জিডি করার জন্য রামপুরা থানায় যায়। বাড়িতে ফিরে রজনী দেখে রাজু তার ঘরের জালানার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.